24814

04/28/2025 মন্ত্রী-এমপিদের পারিবারিক আধিপত্যের পুনরাবৃত্তি উপজেলা নির্বাচনে

মন্ত্রী-এমপিদের পারিবারিক আধিপত্যের পুনরাবৃত্তি উপজেলা নির্বাচনে

নিজস্ব প্রতিবেদক

৮ মে ২০২৪ ১২:০৩

বিরোধী দলগুলো নির্বাচন বর্জন করার পরও সরকার একতরফাভাবে উপজেলা নির্বাচন করছে বলে অভিযোগ করেছে বাম গণতান্ত্রিক জোট। তারা বলছে এই উপজেলা নির্বাচনের মাধ্যমে জাতীয় সংসদের পর স্থানীয় নির্বাচনেও টাকার খেলা, পেশিশক্তির দৌরাত্ম্য, মন্ত্রী-এমপিদের পারিবারিক আধিপত্যের পুনরাবৃত্তি ঘটবে।

গতকাল দুপুরে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) কার্যালয়ে অনুষ্ঠিত জোটের সভায় গৃহীত প্রস্তাবে এসব কথা বলা হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন বাম জোটের কেন্দ্রীয় সমন্বয়ক ও সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স। এতে এক প্রস্তাবে বলা হয়, জাতীয় সংসদে ইউনিয়ন পরিষদ (সংশোধন) বিল-২০২৪ উত্থাপন করে গ্রাম পর্যন্ত কর্তৃত্ববাদী শাসনকে বিস্তৃত করার নীলনকশা বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করা হচ্ছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। অবিলম্বে এই গণবিরোধী বিল প্রত্যাহার করতে হবে।

উপজেলা নির্বাচন ঘিরে বিভিন্ন স্থানে নিজে দলের প্রতিপক্ষকে হাইজ্যাক করা, গোলাগুলি, হত্যাকাণ্ডের মতো ঘটনা ঘটে চলেছে বলেও অভিযোগ জোটের।

একইসঙ্গে একতরফা উপজেলা নির্বাচন ও ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগের প্রস্তাব বাতিলের দাবি জানিয়েছে বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় পরিচালনা পরিষদ।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]