24893

04/28/2025 জিএমের কাছে হার, আছে নর্ম সম্ভাবনা

জিএমের কাছে হার, আছে নর্ম সম্ভাবনা

ক্রীড়া ডেস্ক

১১ মে ২০২৪ ১২:১৬

দুবাইয়ে পুলিশ গ্লোবাল আন্তর্জাতিক দাবায় বাংলাদেশের আন্তর্জাতিক মাস্টার ফাহাদ রহমান দ্বিতীয় বারের মতো হারলেন। গতকাল সপ্তম রাউন্ডে ভারতীয় গ্র্যান্ডমাস্টার সুব্রাবিনিয়ামের বিপক্ষে হারেন।

দুবাইয়ে রাতে অনুষ্ঠিত খেলায় ফাহাদ সাদা ঘুটি নিয়ে ভারতীয় গ্র্যান্ডমাস্টারকে রুখতে পারেননি। ২৫৪৪ রেটিংধারী গ্র্যান্ডমাস্টারের বিরুদ্ধে ফাহাদ পয়েন্ট আদায় করতে ব্যর্থ হন। এই টুর্নামেন্টে আরেকটি রাউন্ডে হেরেছিলেন সেটাও গ্র্যান্ডমাস্টারের বিপক্ষে।

সাত রাউন্ড শেষে ফাহাদের পয়েন্ট সাড়ে তিন। আজ রাতে অষ্টম রাউন্ডে ইরানের ফিদে মাস্টার মাহদাভি রেজার মুখোমুখি হবেন বাংলাদেশি আন্তর্জাতিক মাস্টার। ২৩৫৩ রেটিংধারী এই ফিদে মাস্টারকে হারালে ফাহাদের টুর্নামেন্টের পারফরম্যান্স রেটিং বাড়বে।

শেষ রাউন্ডে প্রতিপক্ষের রেটিং ও ফলাফলের উপর নির্ভর করবে ফাহাদের জিএম নর্ম। সাত রাউন্ড শেষে ফাহাদের টুর্নামেন্টের পারফরম্যান্স রেটিং ২৫৪৫। বাকি দুই রাউন্ড পর এই রেটিং ২৬০০ প্লাস থাকলেই জিএম নর্ম অর্জিত হবে বাংলাদেশের আন্তর্জাতিক মাস্টারের৷

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]