25128

04/28/2025 ড. ইউনূসের কর ফাঁকির মামলায় প্রথম দিনের শুনানি শেষ

ড. ইউনূসের কর ফাঁকির মামলায় প্রথম দিনের শুনানি শেষ

আদালত প্রতিবেদক

১৬ মে ২০২৪ ১৫:০৫

নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের ৬৬৬ কোটি টাকা কর ফাঁকির মামলায় হাইকোর্টে প্রথম দিনের শুনানি শেষ হয়েছে। একই সঙ্গে পরবর্তী শুনানি জন্য ১৬ ও ২১ জুলাই নির্ধারণ করেছেন আদালত।

বৃহস্পতিবার (১৬ মে) বিচারপতি মো. খুরশিদ আলম সরকারের দ্বৈত বেঞ্চ শুনানি শেষে এই দিন ধার্য করেন।

এর আগে ১১ মার্চ ড. মুহাম্মদ ইউনূসের গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর ফাঁকির মামলা তিন মাসের মধ্যে নিষ্পত্তি করতে হাইকোর্টকে নির্দেশ দেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন ৫ বিচারপতির আপিল বেঞ্চ এই আদেশ দেন।

বর্তমানে শ্রম আইন লঙ্ঘনের মামলায় ড. মুহাম্মদ ইউনূসসহ চারজন জামিনে রয়েছেন।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]