25257

04/25/2025 সুইজারল্যান্ড সফর শেষে দেশে ফিরেছেন স্পিকার

সুইজারল্যান্ড সফর শেষে দেশে ফিরেছেন স্পিকার

নিজস্ব প্রতিবেদক

১৯ মে ২০২৪ ১৮:৩৬

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সুইজারল্যান্ডের জেনেভায় গত ১৬ থেকে ১৮ মে পর্যন্ত অনুষ্ঠে ‘ফার্স্ট মিটিং অব দ্য প্রিপারেটরি কমিটি ফর দ্য সিক্সথ ওয়ার্ল্ড কনফারেন্স অব স্পিকার্স অব পার্লামেন্ট (২০২৫)’ শীর্ষক সম্মেলনে যোগদান শেষে দেশে ফিরেছেন।

রোববার (১৯ মে) সংসদ সচিবালয় এ তথ্য জানায়।

সফরকালে তিনি ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের সদরদপ্তরে ‘প্রিপারেটরি কমিটি ফর দ্য ফিফটিন্থ সামিট অব উইমেন স্পিকার্স অব পার্লামেন্ট’ শীর্ষক সভাতে অংশগ্রহণ করেন।

স্পিকারের সফরসঙ্গী জাতীয় সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব এম. এ কামাল বিল্লাহ ও যুগ্মসচিব মো. এনামুল হকও দেশে ফিরেছেন।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]