27128

04/25/2025 জাহ্নবীর পোশাক কেন কাটলেন তার প্রেমিক

জাহ্নবীর পোশাক কেন কাটলেন তার প্রেমিক

বিনোদন ডেস্ক

৮ জুলাই ২০২৪ ২০:২৪

আম্বানি পুত্রের বিয়ের সঙ্গীত পার্টিতে প্রেমিক শিখর পাহাড়িয়ার হাত ধরেই হাজির ছিলেন বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপূর। কিন্তু সেখানে পোশাক নিয়ে নায়িকা পড়েছিলেন বিপাকে। তবে বুদ্ধিমত্তা দিয়ে সবটা সামলেছেন তার প্রেমিক।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, অনন্ত-রাধিকার সঙ্গীতে ময়ূরপঙ্খী লেহেঙ্গায় সবাইকে তাক লাগিয়েছেন জাহ্নবী। তবে সোশ্যাল মিডিয়ার একটি ছবি নিয়ে নেটিজেনরা অবাক।

ছবিতে দেখা যায় কাঁচি দিয়ে জাহ্নবীর পোশাক কেটে ফেলছেন শিখর।

প্রেমিক ‘শিখু’র এই কীর্তি নিজেই ফাঁস করেছেন জাহ্নবী। মণীশ মালহোত্রার ডিজাইন করা তার ঘেরালো লেহেঙ্গার নীচে ছিল ক্যান-ক্যান স্কার্ট। যাতে লেহেঙ্গার শেপ সঠিক থাকে।

কিন্তু ছবি পর্ব শেষে এই স্কার্ট পরে নাচা কষ্টকর দেখে প্রেমিকার মুশকিল আসান করতে কাঁচি ধরল শিখর।

এর আগে জামনগরে অনন্ত-রাধিকার প্রি-ওয়েডিং গিয়ে একটি ময়ূর ঘুরে বেড়াতে দেখে মুগ্ধ হয়েছিলেন শ্রীদেবী কন্যা। সেই থেকেই ঠিক করেন সঙ্গীতে তিনি ময়ূর পালকের রঙের লেহেঙ্গা পরবেন।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]