27490

04/25/2025 নরসিংদীর জেল পলাতক খুনের আসামি ময়মনসিংহে গ্রেপ্তার

নরসিংদীর জেল পলাতক খুনের আসামি ময়মনসিংহে গ্রেপ্তার

ময়মনসিংহ থেকে

২৫ জুলাই ২০২৪ ১৩:০৬

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার হয়েছেন নরসিংদীর জেল পলাতক আসামি মো. আব্দুল আলী (৩২)। তিনি নরসিংদীর মাধবী থানার মতি হত‍্যা মামলার আসামি। মঙ্গলবার (২৩ জুলাই) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে আঠারবাড়ী ফাঁড়ি পুলিশের অভিযানে এই আসামিকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আব্দুল আলী ঈশ্বরগঞ্জ উপজেলার সরিষা ইউনায়নের বৈরাটী গ্রামের বাসিন্দা। আঠারবাড়ী তদন্ত কেন্দ্রের পরিদর্শক (ওসি) মো. আমিনুল ইসলাম এই তথ‍্য নিশ্চিত করেছেন।

ওসি বলেন, কয়েক বছর আগে নরসিংদীর মাধবী উপজেলায় কাজে গিয়ে প্রতিবেশী চাচাতো বোন জামাই বৈরাটী গ্রামের আরব আলীর ছেলে মতি মিয়াকে খুন করেন আব্দুল আলী। এ ঘটনায় মাধবী থানায় হত‍্যা মামলা দায়ের হলে তিনি গ্রেপ্তার হন। ওই মামলায় গত ১৪ মাস ধরে আসামি আব্দুল আলী নরসিংদী কারাগারে বন্দি ছিলেন। এরপর চলমান আন্দোলনের জেরে নরসিংদী কারাগার ভাঙচুর হলে তিনি পালিয়ে আসেন।

গ্রেপ্তার হওয়া জেল পলাতক আসামিকে গতকাল মঙ্গলবার (২৩ জুলাই) আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]