27548

04/25/2025 প‌রি‌স্থি‌তি উত্তরণে বাংলাদেশকে সংলাপের আহ্বান ফ্রান্সের

প‌রি‌স্থি‌তি উত্তরণে বাংলাদেশকে সংলাপের আহ্বান ফ্রান্সের

নিজস্ব প্রতিবেদক

২৮ জুলাই ২০২৪ ১৩:৩৬

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে বাংলাদেশে যে প‌রি‌স্থি‌তি বিরাজমান রয়েছে, সে‌টি উত্তরণে সব পক্ষকে শান্ত থাকার পাশাপা‌শি সংলাপের আহ্বান জানিয়েছে ফ্রান্স।

বাংলাদেশে সাম্প্রতিক ছাত্র বিক্ষোভ নিয়ে ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ আহ্বান জানিয়েছে।

রোববার (২৮ জুলাই) ঢাকার ফ্রান্সের দূতাবাস এক বার্তায় এসব তথ‌্য জানিয়েছে।

এতে বলা হয়, ফ্রান্স সবাইকে আহ্বান জানাতে চায় যে- দেশে (বাংলাদেশে) আর কোনো সহিংসতা যেন না হয় সেজন্য সবাইকে শান্ত ও সংযমী হওয়ার পাশাপা‌শি সংলাপের মাধ‌্যমে সমস‌্যা সমাধানে জোর দিচ্ছে। ফরাসি সম্প্রদায়ের যারা বাংলাদেশ ভ্রমণ করতে ইচ্ছুক তাদের সতর্কতার জন্য ইতোমধ্যে পরামর্শ দেওয়া হয়েছে (ভ্রমণ সতর্কতা)।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]