27634

04/25/2025 আবারও ফ্রান্সের সামনে আর্জেন্টিনা, কবে কখন মাঠে নামবে দুই দল?

আবারও ফ্রান্সের সামনে আর্জেন্টিনা, কবে কখন মাঠে নামবে দুই দল?

ক্রীড়া ডেস্ক

৩১ জুলাই ২০২৪ ১১:০৬

অলিম্পিক ফুটবলের ব্লকব্লাস্টার বললেও হয়ত কম বলা হবে। ফ্রান্স বনাম আর্জেন্টিনা আরও একবার মুখোমুখি ফুটবলের বড় মঞ্চে। ২০১৮ বিশ্বকাপের রাউন্ড অব সিক্সটিকে ফ্রান্স আর্জেন্টিনাকে হারিয়েছিল ৪-৩ গোলের ব্যবধানে। ২০২২ সালের বিশ্বকাপ ফাইনালে টাইব্রেকে ফ্রান্সকে হারায় আর্জেন্টিনা। এরপর থেকেই ফুটবলে লেস ব্লুজ আর আলবিসেলেস্তেদের দ্বৈরথের রঙ মাত্রা ছাড়িয়েছে।

মাঠের ফুটবলে দেখা না হলেও কথার উত্তাপ ছড়িয়েছেন দুই দলের সাবেক ও বর্তমান তারকারা। এবার অলিম্পিকে ফ্রান্সেরই মাটিতে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা। গ্রুপ পর্বের চ্যাম্পিয়ন হতে পারলে ফাইনালে তাদের দেখা হওয়ার সম্ভাবনা ছিল। তবে মাশ্চেরানো শিষ্যরা নিজেদের গ্রুপে রানারআপ হয়েছেন। আর থিয়েরি অঁরির ফ্রান্স নিজেদের গ্রুপে হয়েছে চ্যাম্পিয়ন। কোয়ার্টার ফাইনালেই তাই দেখা হচ্ছে দুই দলের।

আরও পড়ুনঃ হামাস প্রধান ইসমাইল হানিয়া নিহত

শেষদিনে ইউক্রেনের বিপক্ষে ২-০ গোলের অনায়াস জয় পেয়েছে আর্জেন্টিনা। থিয়েগো আলমাদা আর ক্লদিও এচেভেরির গোল আকাশী-সাদাদের এনে দিয়েছে তিন পয়েন্ট। কিন্তু গ্রুপের অন্য ম্যাচে ইরাককে ৩-০ গোলে বিধ্বস্ত করেছে মরক্কো। তাদের ঝুলিতেও আর্জেন্টিনার সমান ছয় পয়েন্ট। আর গোল ব্যবধানেও ছিল সমতা।

কিন্তু নিজেদের মধ্যেকার দেখায় মরক্কো ২-১ গোলে হারিয়েছিল আর্জেন্টিনাকে। হেড টু হেডের সেই বিবেচনায় আর্জেন্টিনা হয়েছে ‘বি’ গ্রুপের রানারআপ। অন্যদিকে থিয়েরি অঁরির অধীনে থাকা ফ্রান্স নিজেদের তিন ম্যাচেই প্রতিপক্ষকে রীতিমত উড়িয়ে দিয়েছে।

অলিম্পিকের কোয়ার্টার ফাইনালে দুই দল মুখোমুখি হবে বাংলাদেশ সময় ৩ তারিখ (২ আগস্ট দিবাগত রাত) রাত ১টায়। ফ্রান্সের মাটমুত আটলান্টিকে মুখোমুখি হবে ফুটবল বিশ্বের দুই পরাশক্তি।

ফ্রান্সের ডাগআউটে কোচ হিসেবে আছেন প্রজন্মের অন্যতম সেরা স্ট্রাইকার থিয়েরি অঁরি আর আর্জেন্টিনার যুবদলের দায়িত্বে ডিফেন্সিভ মিডফিল্ডে খ্যাতি কামানো হাভিয়ের মাশ্চেরানো। দুই দলেই উদীয়মান তারকার অভাব নেই। শেষ পর্যন্ত এই লড়াইয়ে কারা শেষ হাসি হাসে, সেটা দেখার অপেক্ষায় ফুটবল দুনিয়া।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]