28123

04/25/2025 রাশেদ খান মেনন গুলশান থেকে আটক

রাশেদ খান মেনন গুলশান থেকে আটক

নিজস্ব প্রতিবেদক

২২ আগস্ট ২০২৪ ১৯:২৪

বনানীর বাসা থেকে ওয়ার্কাস পার্টির সভাপতি রাশেদ খান মেনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

বৃহস্পতিবার (২২ আগস্ট) বিকেল ৫টা ১৫ মিনিটের দিকে তাকে রাজধানীর গুলশান থেকে আটক করা হয়।

ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। জানানো হয়েছে, তাকে গুলশান থেকে আটক করে ডিবি কার্যালয়ে নেওয়া হচ্ছে।

এদিকে ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য মোস্তফা আলমগীর রতন বলেন, রাশেদ খান মেননকে তার বনানীর বাসা থেকে বিকেল ৫টা ১৫ মিনিটে ডিবি পরিচয়ে সাদা পোশাকের লোকজন আটক করে নিয়ে গেছে।

তাকে কোথায় নেওয়া হয়েছে জানতে চাইলে মোস্তফা রতন বলেন, যেহেতু উনাকে ডিবি আটক করেছে, তাই ডিবি কার্যালয়ে থাকার কথা।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]