28207

04/25/2025 উবারকে ৩২ কোটি ৪০ লাখ ডলার জরিমানা

উবারকে ৩২ কোটি ৪০ লাখ ডলার জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক

২৬ আগস্ট ২০২৪ ১৭:৪২

ইউরোপের চালকদের ব্যক্তিগত তথ্য যুক্তরাষ্ট্রে পাচার করার অভিযোগে রাইড শেয়ারিং অ্যাপ উবারকে ২৯ কোটি ইউরো (৩২ কোটি ৪০ লাখ ডলার) জরিমানা করেছে নেদারল্যান্ডসের ডেটা সুরক্ষা বিষয়ক নিয়ন্ত্রক সংস্থা ডাচ ডেটা প্রোটেকশন অথরিটি (ডিপিএ)। খবর এএফপির।

শনিবার এক বিবৃতিতে ডিপিএ জানিয়েছে, উবারের বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়নের ডেটা সুরক্ষা বিষয়ক নীতিমালা (জিডিপিআর) লঙ্ঘণের যে গুরুতর অভিযোগ উঠেছিল, সেটির সপক্ষে প্রমাণ পাওয়া গেছে। তার ভিত্তিতেই নির্ধারণ করা হয়েছে এই জরিমানা।

“যুক্তরাষ্ট্রে তথ্য পাঠানো ইস্যুতে জিডিপিআরের যেসব নীতিমালা রয়েছে, সেসবের একটিও মানেনি উবার। এটা অত্যন্ত গুরুতর অপরাধ,” বলা হয়েছে ডিপিএ’র বিবৃতিতে।

এদিকে উবারের কর্তৃপক্ষ জানিয়েছে, এই জরিমানার আদেশের বিরুদ্ধে আদালতে আপিল করবে কোম্পানি। উবারের এক মুখপাত্র এএফপিকে বলেন, “আমরা জিডিপিআর সম্পূর্ণ মেনে যুক্তরাষ্ট্রে আমাদের হেডকোয়ার্টারে তথ্য পাঠিয়েছি। জরিমানার যে আদেশ দেওয়া হয়েছে, সেটি ত্রুটিপূর্ণ এবং অন্যায্য। আমরা এই আদেশের বিরুদ্ধে আদালতে আপিল করব।”

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]