29271

04/25/2025 পদার্থে নোবেল পেলেন হপফিল্ড ও হিনটন

পদার্থে নোবেল পেলেন হপফিল্ড ও হিনটন

আন্তর্জাতিক ডেস্ক

৮ অক্টোবর ২০২৪ ১৭:০১

পদার্থবিজ্ঞানে ২০২৪ সালে নোবেল পুরস্কার পেলেন মার্কিন বিজ্ঞানী জন জে. হপফিল্ড ও ব্রিটিশ পদার্থবিদ জেফরি ই. হিনটন।

মঙ্গলবার (৮ অক্টোবর) বিকেল পৌনে ৪টার দিকে রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস এ পুরস্কারের জন্য তাদের নাম ঘোষণা করে।

জন জে. হপফিল্ডের জন্ম ১৯৩৩ সালের ১৫ জুলাই যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে। তিনি প্রিন্সটন ইউনিভার্সিটিতে কৃত্রিম নিউরাল নেটওয়ার্কের সঙ্গে মেশিন লার্নিংয়ের গবেষণা করে এবছর ব্রিটিশ বিজ্ঞানী হিনটনের সঙ্গে যৌথভাবে পদার্থে নোবেল পুরস্কার পান।

জেফরি ই. হিনটনের জন্ম ১৯৪৭ সালের ৬ ডিসেম্বর, লন্ডনে। কিন্তু তিনি গবেষণা করেন কানাডার টরন্টো বিশ্ববিদ্যালয়ে।

১৮৯৫ সালে সুইডিশ উদ্ভাবক এবং সমাজসেবী আলফ্রেড নোবেলের উইলের মাধ্যমে নোবেল পুরস্কার প্রতিষ্ঠিত হয়। ১৯৬৮ সালে অর্থনীতিকে এ পুরস্কারের অন্তর্ভুক্ত করা হয়। উইলে এটি অন্তর্ভুক্ত ছিল না। বিজয়ীরা একটি সনদ, একটি গোল্ড মেডেল ও চেক পেয়ে থাকেন।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]