29358

04/25/2025 ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১১৩১ মামলা

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১১৩১ মামলা

নিজস্ব প্রতিবেদক

১৫ অক্টোবর ২০২৪ ১৯:০৩

রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান শুরু করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এতে এখন পর্যন্ত মামলা হয়েছে ১১৩১টি এবং ৪৭ লাখ ১২ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। একইসঙ্গে ২২৩টি গাড়ি ডাম্পিং ও ৬৮টি গাড়ি রেকার করা হয়।

মঙ্গলবার (১৫ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছে ডিএমপির মিডিয়া বিভাগের ডিসি তালেবুর রহমান।

ডিএমপি জানায়, সোমবার দিনভর ডিএমপির ট্রাফিক বিভাগ এই অভিযান চালিয়ে মামলা ও জরিমানা করে। অভিযানে এখন পর্যন্ত ১১৩১টি মামলা করেছে ট্রাফিক বিভাগ। এছাড়াও ৪৭ লাখ ১২ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

পাশাপাশি অভিযানে ২২৩টি গাড়ি ডাম্পিং ও ৬৮টি গাড়ি রেকার করা হয় বলে জানিয়েছে ডিএমপি।

ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]