29604

04/26/2025 আন্দোলনে আহত-নিহতদের পরিবারকে পর্যাপ্ত ক্ষতিপূরণ দিতে রুল

আন্দোলনে আহত-নিহতদের পরিবারকে পর্যাপ্ত ক্ষতিপূরণ দিতে রুল

আদালত প্রতিবেদক

২২ অক্টোবর ২০২৪ ১২:৪২

বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে জুলাই-আগস্টে সব নিহতদের পরিবার ও আহত ব্যক্তিকে পর্যাপ্ত ক্ষতিপূরণ দেওয়ার কেন নির্দেশনা দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

মঙ্গলবার (২২ অক্টোবর) বিচারপতি ফাহমিদা কাদের চৌধুরী ও বিচারপতি মুবিনা আসাফের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

স্বরাষ্ট্রসচিব, সমাজ কল্যাণ সচিবসহ সংশ্লিষ্টদের আগামী দুই সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট রওশন আলী।

এর আগে গত সপ্তাহে পর্যাপ্ত ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে রিট করেন আন্দোলনে আহত মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার বাসিন্দা মনির মুন্না।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]