29787

04/26/2025 আওয়ামী লীগের আমলে ৮০০ বার আদালতে হাজিরা দিয়েছি

আওয়ামী লীগের আমলে ৮০০ বার আদালতে হাজিরা দিয়েছি

আদালত প্রতিবেদক

২৭ অক্টোবর ২০২৪ ১৩:০৮

আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালে ১৬ বছরের মধ্যে ৮০০ বার আদালতে হাজিরা দিয়েছেন বলে জানিয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির ভাইস প্রেসিডেন্ট ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী।

রোববার (২৭ অক্টোবর) কোর্ট রিপোর্টার্স ইউনিটিতে (সিআরইউ) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

আলতাফ হোসেন বলেন, আমার বিরুদ্ধে কত মামলা আছে সেটা নিজেও জানি না। বিগত সরকার আমলে গ্রেপ্তার হওয়ায় আদালত যাওয়া ছিলো দৈনন্দিনকার ঘটনা৷ কারাগারে গিয়েছি বহুবার। একবার একটনা আটক ছিলাম ১৮ মাস, পরে ছিলাম ৫ মাস। কারাগারে যাওয়ার অনেক স্মৃতি এখনো মাথায় রয়েছে। তবে সবকটি মামলা ছিল ভুয়া, মিথ্যা।

তিনি বলেন, বিগত সরকার ছিল প্রতিহিংসা পরায়ণ। তারা যে অন্যায় করেছে, মানবিকতার কারণে সেটা আমরা তাদের ওপর করতে চাই না। আইনগতভাবে তাদের বিচার হোক সেটায় চাই। তারা প্রতিটা প্রতিষ্ঠান মাথা থেকে গোড়া পর্যন্ত পচিয়ে ফেলেছিল৷ ঘুষ, দুর্নীতি যে অপরাধ তারা ভুলেই গিয়েছিল।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]