29956

04/28/2025 গাজীপুরে পুকুরে ভাসছিল নারী ও শিশুর মরদেহ

গাজীপুরে পুকুরে ভাসছিল নারী ও শিশুর মরদেহ

গাজীপুর থেকে

৩১ অক্টোবর ২০২৪ ১৫:৩৩

গাজীপুরের কালিয়াকৈরে একটি পুকুর থেকে নারী ও এক ছেলে শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩১) অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় উপজেলার মৌচাক তেলির চালা মমির আলীর পুকুর থেকে ভাসমান অবস্থায় মরদেহ দুটি উদ্ধার করা হয়।

তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ। এ সময় নিহত ওই নারীর পরনে ছিল নীল রঙের থ্রিপিস এবং শিশুটির পরনে হলুদ রঙের টি-শার্ট। নিহত নারীর বয়স আনুমানিক ৩৫ বছর এবং শিশু ছেলের বয়স আড়াই বছর।

পুলিশ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার দুপুর ১২টায় স্থানীয় শিশুরা মমির আলী হাজির পুকুর পাড়ে খেলা করছিল। খেলার একপর্যায়ে শিশুরা দেখতে পায় পুকুরের পানিতে দুটি মরদেহ ভাসছে। এ সময় শিশুদের চিৎকারে স্থানীয়রা পুকুর পাড়ে ছুটে এসে নারী এবং শিশুর ভাসমান মরদেহ দেখতে পেয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে পুলিশে খবর দেয়। খবর পেয়ে কালিয়াকৈর থানার মৌচাক পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে এসে পুকুর থেকে মরদেহ দুটি উদ্ধার করে।

মৌচাক পুলিশ ফাঁড়ির পরিদর্শক মহিদুল ইসলাম জানান, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুকুর থেকে ভাসমান অবস্থায় দুটি মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে একজন নারী আর একজন ছেলে শিশু। তাদের নাম-পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। এ ছাড়া ঠিক কী কারণে তাদের মৃত্যু হয়েছে তার সঠিক কারণ এখনো জানা সম্ভব হয়নি। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর এ ব্যাপারে বিস্তারিত বলা যাবে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]