30052

04/26/2025 বিতর্কে জড়ালেন কৌতুকাভিনেতা রাজপাল যাদব

বিতর্কে জড়ালেন কৌতুকাভিনেতা রাজপাল যাদব

বিনোদন ডেস্ক

৪ নভেম্বর ২০২৪ ১১:৩৮

আবাও বিতর্কে জড়ালেন কৌতুকাভিনেতা রাজপাল যাদব। এবার এক সাংবাদিককে ঘিরে তৈরি হয়েছে এ বিতর্ক। এক সাংবাদিককে তার হেনস্তা করার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

দীপাবলির কিছুদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট করে রাজপাল যাদব অনুরোধ জানিয়েছিলেন যাতে বাজি না পোড়ানো হয়। কারণ বাজির তাণ্ডবে শব্দদূষণের পাশাপাশি বায়ুদূষণ হয়। কৌতুকাভিনেতার এই পোস্ট দেখার পরেই তার বিরুদ্ধে শুরু হয় ট্রলিং।

রাজপালের করা নানা আমিষ‌ পদের একটি পুরোনো বিজ্ঞাপনের উদাহরণ টেনে কটাক্ষ করে নেটিজেনরা। পরে পোস্টটি ডিলিট করে ক্ষমা চান রাজপাল এরপর সবাইকে দীপাবলির শুভেচ্ছা জানিয়ে আনন্দে মেতে উঠতে বলেন তিনি।

সম্প্রীতি এক সাংবাদিক রাজপালকে এই প্রসঙ্গে প্রশ্ন করতেই আচমকা ক্ষেপে ওঠেন তিনি। এরপর সাংবাদিকের হাত থেকে তার ফোন কেড়ে নেওয়ার চেষ্টা করেন। এদিকে গোটা ঘটনাটি ততক্ষণে ফোনে রেকর্ড করে ফেলেছেন ওই সাংবাদিক।

এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই ভিডিওটি পোস্ট করেন। কৌতুক অভিনেতাদের বিরুদ্ধে নিম্নমুখর হয়েছে নেটপাড়ার একটি বড় অংশ। যদিও এই প্রসঙ্গে এখনো পর্যন্ত মুখ খুলতে দেখা যায়নি, রাজপাল যাদবকে।

প্রসঙ্গত, টলিপাড়ার জনপ্রিয় মুখ মেঘনা হালদারও শারীরিক হেনস্তা অভিযোগ এনেছিলেন এই জনপ্রিয় কৌতুকাভিনেতার বিরুদ্ধে। অভিনেত্রী জানান, রাজপাল যাদব মেঘনার স্পর্শকাতর হাত দিয়েছেন বলে অভিযোগ করেছিলেন।

এ ঘটনায় সপাটে মেরেছিলেন রাজপালের গালে। মেঘনার কথায়, ‘অভিনেতা দাবি করেন, রসিকতা করেই নাকি স্পর্শকাতর জায়গায় হাত দিয়েছিলেন। কিন্তু সত্যিই কি রসিকতা করে এমন করে কেউ।’

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]