30222

04/24/2025 মাধ্যমিকের পাঠ্যপুস্তকে বড় পরিবর্তন, আরবি ও লেখক পরিবর্তন

মাধ্যমিকের পাঠ্যপুস্তকে বড় পরিবর্তন, আরবি ও লেখক পরিবর্তন

নিজস্ব প্রতিবেদক

১১ নভেম্বর ২০২৪ ১০:৪০

২০২৫ শিক্ষাবর্ষে দেশের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক কারিকুলামে বড় ধরনের পরিবর্তন আসছে। নতুন পাঠ্যক্রমে আরবি একটি নতুন বিষয় হিসেবে যুক্ত হচ্ছে। ষষ্ঠ শ্রেণী থেকে নবম ও দশম শ্রেণী পর্যন্ত পাঁচটি শ্রেণীতে আরবি সিলেবাস অন্তর্ভুক্ত করা হবে।

উচ্চমাধ্যমিকের একাদশ ও দ্বাদশ শ্রেণীর পাঠ্যবই থেকে চারজন লেখকের লেখা বাদ পড়ছে। এর মধ্যে শেখ মুজিবুর রহমান এবং মুহাম্মদ জাফর ইকবালও রয়েছেন। এছাড়া, তিনজন লেখকের কবিতা ও গল্প পরিবর্তন করা হবে এবং পাঁচজন লেখকের রচনার অনুশীলনী পরিমার্জন করার প্রস্তাব রয়েছে।

নতুন এই কারিকুলাম অনুযায়ী, মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীরা ১২টি বিষয় ছাড়াও আরবি পড়বে, যা ২০১২ সালের পুরনো কারিকুলামের অংশ ছিল। এছাড়া, ইসলামী শিক্ষা বিষয়টি বাদ দিয়ে আরবি বাড়ানো হচ্ছে। ২০২৫ শিক্ষাবর্ষে নতুন বইগুলিতে এই পরিবর্তন দেখা যাবে।

  • পুরনো কারিকুলামে ফিরে গেলেও কিছু প্রয়োজনীয় পরিবর্তন করা হচ্ছে। এক বছরে সব পরিবর্তন বাস্তবায়িত করা সম্ভব নাও হতে পারে, তবে এ জন্য তারা কাজ করছেন।
    এনসিটিবির চেয়ারম্যান অধ্যাপক ড. এ বি এম রিয়াজুল হাসান

এনসিটিবি (জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড) সূত্রে জানা গেছে, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উদ্যোগে পুরনো বিতর্কিত কারিকুলাম বাতিল করে নতুনভাবে ২০১২ সালের পুরনো কারিকুলামে ফিরে আসা হয়েছে। তবে, এই পরিবর্তনের সাথে কিছু নতুন বিষয় যুক্ত করা হচ্ছে, যেমন ষষ্ঠ শ্রেণীতে বাংলা রেপিড বা 'আনন্দ পাঠ' সিলেবাস অন্তর্ভুক্ত করা হয়েছে।

উচ্চমাধ্যমিকে বাংলা সাহিত্য পাঠে বড় পরিবর্তন আসছে। একাদশ ও দ্বাদশ শ্রেণীর বাংলা সাহিত্য বইয়ের গল্প ও কবিতা সিলেবাসে ব্যাপক পরিবর্তন করা হচ্ছে। তিনজন লেখকের লেখা পরিবর্তন করা হচ্ছে, যেমন প্রমথ চৌধুরী, রোকেয়া সাখাওয়াত হোসেন, ও কাজী নজরুল ইসলামের রচনাগুলি। একই সাথে, পাঁচটি রচনার অনুশীলনীরও পরিমার্জন করা হবে।

কারিকুলামের এই পরিবর্তনের বিষয়ে এনসিটিবির চেয়ারম্যান অধ্যাপক ড. এ বি এম রিয়াজুল হাসান বলেন, 'পুরনো কারিকুলামে ফিরে গেলেও কিছু প্রয়োজনীয় পরিবর্তন করা হচ্ছে।' তিনি জানান, এক বছরে সব পরিবর্তন বাস্তবায়িত করা সম্ভব নাও হতে পারে, তবে এ জন্য তারা কাজ করছেন।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]