30239

04/27/2025 টঙ্গীতে আগুনে পুড়ল ইলেকট্রনিক দোকান-গ্যারেজ

টঙ্গীতে আগুনে পুড়ল ইলেকট্রনিক দোকান-গ্যারেজ

গাজীপুর থেকে

১১ নভেম্বর ২০২৪ ১৩:৫১

গাজীপুরের টঙ্গীতে আগুনে পুড়েছে একটি ইলেকট্রনিক দোকান ও গ্যারেজ। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

রোববার (১০ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে টঙ্গীর টিএনটি বাজার এলাকায় অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।

টঙ্গী ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহিন আলম জানান, রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে টঙ্গীর টিএনটি বাজার সংলগ্ন সাদেক আলী মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে রাত ১২টা ৪৫ মিনিটের সময় টঙ্গী ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। দুই ইউনিটের চেষ্টায় রাত দেড়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

তিনি আরও জানান, এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন লাগার কারণ ও ক্ষয়-ক্ষতির পরিমাণ তদন্তসাপেক্ষে জানা যাবে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]