30266

04/27/2025 টেকনাফ সীমান্তের ওপারে গোলাগুলির বিকট শব্দ

টেকনাফ সীমান্তের ওপারে গোলাগুলির বিকট শব্দ

কক্সবাজার থেকে

১২ নভেম্বর ২০২৪ ১০:০৯

কক্সবাজারের টেকনাফ সীমান্তে নাফ নদীর ওপারে মিয়ানমারে ফের গোলাগুলির শব্দ শোনা গেছে। সোমবার (১১ নভেম্বর) মধ্যরাত থেকে ভোর পর্যন্ত সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ জালিয়াপাড়ার পূর্ব পাশে মিয়ানমার থেকে ভেসে আসা গোলাগুলি ও বিস্ফোরণের শব্দে এপারের মানুষ আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে নিরাপদ জায়গায় আশ্রয় নিয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেন, সাবারাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূর হোসেন। তিনি মোবাইল ফোনে জানান, মিয়ানমার থেকে ফের গোলাগুলি-বিস্ফোরণে শব্দ ভেসে আসছে। সেই শব্দে এপারে কয়েকবার কেঁপে উঠেছে। অনেক বাসিন্দারা আতঙ্কে রাত পার করেছেন।

সাবারাং নয়াপাড়ার বাসিন্দা সাজ্জাদ বলেন, সোমবার মধ্যরাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত ভারি অস্ত্রের শব্দ ভেসে আসে। এতে স্থানীয় বাসিন্দাদের ঘরবাড়িতে কম্পন অনুভূত হয়। এখানকার মানুষ নির্ঘুম রাত কাটিয়েছে।

সাইফুল ইসলাম নামে আরেক বাসিন্দা বলেন, এইরকম শব্দ এর আগে শুনেনি। মনে হচ্ছিল গোলাগুলি-বিস্ফোরণের শব্দে ঘরবাড়ি ভেঙে পড়বে।

এই বিষয়ে টেকনাফ-২ বিজিবির অধিনায়কের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলেও তারা কল রিসিভ না করাই বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]