30668

04/27/2025 যুদ্ধবিরতির আগে লেবাননে ইসরায়েলি বিমান হামলা, নিহত ২২

যুদ্ধবিরতির আগে লেবাননে ইসরায়েলি বিমান হামলা, নিহত ২২

আন্তর্জাতিক ডেস্ক

২৭ নভেম্বর ২০২৪ ০৯:৫৮

ইসরায়েলের বিমান হামলায় লেবাননে অন্তত ২২ জন নিহত এবং আরও বহু মানুষ আহত হয়েছেন। এটি ঘটে সেই দিন, যখন লেবাননভিত্তিক সশস্ত্র ইসলামি গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে দুই মাসের যুদ্ধবিরতিতে পৌঁছায় ইসরায়েল।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, হামলায় বৈরুত, বালবেক, বেন্ত জেবেইল, চাকরা, আল বাস্তা ও বারবোর অঞ্চলে হতাহত হয়েছে।

একই সময়, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু যুদ্ধকালীন মন্ত্রীসভার বিশেষ সেশন আহ্বান করেন এবং সেখানে লেবাননের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি অনুমোদন হয়।

যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী, ইসরায়েল লেবানন থেকে তাদের সেনা প্রত্যাহার করবে এবং হিজবুল্লাহ সীমান্ত এলাকা থেকে সরে যাবে। এছাড়া, হিজবুল্লাহ অস্ত্র সজ্জিত হতে বা নতুন অবকাঠামো নির্মাণ করতে পারবে না।

গত কয়েক মাসে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে সংঘর্ষে ৩,০০০ এরও বেশি মানুষ নিহত হয়েছে, যার মধ্যে ৫০০ এর বেশি নারী ও শিশু রয়েছে। ইসরায়েলি বিমান বাহিনী ২০ সেপ্টেম্বর থেকে লেবাননে অভিযান শুরু করেছিল, এবং ৩০ সেপ্টেম্বর থেকে তাদের স্থল বাহিনী দক্ষিণ লেবাননে অভিযান শুরু করে।

এছাড়া, ইসরায়েলি বাহিনীর হামলার কারণে লেবাননে ৬০,০০০ এরও বেশি মানুষ তাদের বাড়িঘর ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন। সূত্র: আনাদোলু এজেন্সি

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]