30742

04/27/2025 টঙ্গীতে জোড় ইজতেমায় দ্বিতীয় দিনের বয়ান চলছে

টঙ্গীতে জোড় ইজতেমায় দ্বিতীয় দিনের বয়ান চলছে

গাজীপুর থেকে

৩০ নভেম্বর ২০২৪ ১৩:৩৯

গাজীপুরের টঙ্গীতে তুরাগ নদের তীরে পাঁচ দিনব্যাপী জোড় ইজতেমায় দ্বিতীয় দিনের আম বয়ান চলছে। আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য নিজের ইমান, আমল ও আখলাককে পরিপূর্ণ শুদ্ধরূপে গড়ে তুলতে বয়ান শুনছেন ইজতেমার শীর্ষ আলেম ও মুরুব্বিরা।

শনিবার (৩০ নভেম্বর) সকালে ইজতেমার মিডিয়া সমন্বয়ক মো. হাবিবুল্লাহ রায়হান বলেন, বৃহস্পতিবার জোড় ইজতেমায় প্রায় ২ লাখ মুসুল্লি উপস্থিত হয়েছেন। তার দাবি, গতকাল শুক্রবার প্রায় ২ লাখ ৫০ হাজার মুসল্লি এক সঙ্গে জুমার নামাজে আদায় করেন।

শনিবার বাদ ফজর পাকিস্তানের মাওলানা জিয়াউল হকের ছয় ছিফাতের বয়ানের মধ্য দিয়ে জোড় ইজতেমার দ্বিতীয় দিন শুরু হয়। সকাল ১০টা থেকে কারগুজারীর আমল শুরু হয়েছে। বাদ আছর বয়ান করবেন মাওলানা ফারুক ও ভারতের মাওলানা ইব্ররাহীম দেউলা সাহেব বাদ মাগরিব বয়ান করবেন।

এরপর ৩ ডিসেম্বর এর সমাপ্তি ঘটবে। প্রথম পর্বের জোর ইজতেমার আয়োজন করেন শুরায়ী নেজাম (মাওলানা যোবায়ের অনুসারীরা)। এরপর দ্বিতীয় পর্ব মাওলানা সাদ অনুসারীদের জোড় ইজতেমা আগামী ১৯ ডিসেম্বর শুরু হয়ে ২৩ ডিসেম্বরে শেষ হবে।

জোড় ইজতেমা হল তাবলিগ জামাতের একটি অনুষ্ঠান। বিশ্ব ইজতেমার আগে এই ইজতেমা অনুষ্ঠিত হয়। তবে, তাবলিগ জামাতের সব সাথীই জোড় ইজতেমায় অংশগ্রহণ করতে পারেন না। সাধারণত তিন চিল্লার সাথীদের নিয়েই এই ইজতেমা অনুষ্ঠিত হয়।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]