30814

04/27/2025 নারায়ণগঞ্জে বিদ্যুৎ অফিসে ডাকাতি, ট্রাকে করে ট্রান্সমিটার লুট

নারায়ণগঞ্জে বিদ্যুৎ অফিসে ডাকাতি, ট্রাকে করে ট্রান্সমিটার লুট

নারায়ণগঞ্জ থেকে

২ ডিসেম্বর ২০২৪ ১৫:০৮

নারায়ণগঞ্জে ডিপিডিসি কিল্লারপুল (পূর্ব-পশ্চিম) অফিসে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। সোমবার (২ ডিসেম্বর) দুপুরে এ ঘটনায় বিদ্যুৎ অফিস পরিদর্শন করেছেন জেলা পুলিশ সুপার (এসপি) প্রত্যুষ কুমার মজুমদারসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্মকর্তারা।

এর আগে রাতে এ ডাকাতির ঘটনা ঘটে। এ সময় প্রায় ১৬-১৭ জনের ডাকাত দল ট্রাক নিয়ে এসে নিরাপত্তারক্ষীসহ লাইনম্যানদের বেঁধে রেখে ট্রান্সমিটার লুট করে নিয়ে যায়। এ সময় সবার সঙ্গে থাকা নগদ টাকা ও মোবাইল ফোনও নিয়ে যায় ডাকাত দল।

কিল্লারপুল বিদ্যুৎ অফিসের কন্ট্রোল রুমের দায়িত্বে থাকা রাসেল নামে একজন বলেন, রাতে নিরাপত্তাকর্মী ও লাইনম্যান মিলিয়ে ১৪ জন দায়িত্বে ছিলেন। ডাকাত দল দেয়াল টপকে প্রথমে ৮ জন ও পরে মোট ১৬-১৭ জন প্রবেশ করে সবাইকে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেঁধে ফেলে। পরে তাদের কাছে থাকা নগদ ৫২ হাজার টাকা ও সবার মোবাইল নিয়ে যায় ডাকাতেরা।

এর মধ্যে যাবার সময় একটি মোবাইল ফেলে যায়। তিনি বলেন, পরে ট্রাকে করে একটি ট্রান্সমিটার ও তামার লুপ নিয়ে যায় ডাকাতরা।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির বলেন, আমরা ঘটনাস্থলে আছি। তদন্ত ও বিভিন্ন ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ চলছে। এর মাঝে সিসিটিভি ফুটেজ দেখে আমরা তদন্ত করব। এখানে একটি পুরাতন ট্রান্সমিটার নিয়ে গেছে। কেউ হতাহত নেই। ডাকাতদের ব্যাপারে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]