30833

04/25/2025 ডুয়া লিপাকে নিয়ে কটাক্ষ অভিজিৎ ভট্টাচার্যের

ডুয়া লিপাকে নিয়ে কটাক্ষ অভিজিৎ ভট্টাচার্যের

বিনোদন ডেস্ক

৩ ডিসেম্বর ২০২৪ ১২:২৩

টুইংকেল খান্না এবং শাহরুখ খান অভিনীত ‘বাদশা’ সিনেমার গান ‘ও লারকি জো সবসে আলাগ হে’ ৯০ শতকের সংগীতপ্রেমীদের কাছে ছিল একটি জনপ্রিয় গান। তবে ৯০ শতক বললে ভুল বলা হবে এই গানটি এখনও মানুষের কাছে সমানভাবে জনপ্রিয়। এবার এই গানটি ঘিরেই তৈরি হলো বিতর্ক।

সম্প্রতি ভারতে কনসার্ট করতে এসেছেন পপ তারকা ডুয়া লিপা। ‘বাদশা’ সিনেমার সেই জনপ্রিয় গানটি এবং ডুয়ার গাওয়া ল্যাভিট্যাটিং গানটি মিশিয়ে তিনি একটি ম্যাশআপ তৈরি করেছিলেন। কনসার্টের মাঝে এই গানটি রীতিমতো সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল।

ভাইরাল হওয়া গানটির ভিডিও ছড়িয়ে পড়তে না পড়তেই শাহরুখ কন্যা সুহানা নিজের ইন্সট্রা স্টোরিতে তা শেয়ার করেন। ক্যাপশনে লেখেন শাহরুখ খান এবং ডুয়া লিপার নাম। এখানেই তৈরি হয় সমস্যা। যে গান নিয়ে এতো আলোচনা হলো সেই গানের সংগীত শিল্পী অভিজিৎ ভট্টাচার্যের নাম একবারও নেওয়া হলো না?

সোশ্যাল মিডিয়ায় যখন এই ব্যাপারটি নিয়ে আলোচনা-সমালোচনা হচ্ছে, ঠিক তখনই এই প্রসঙ্গে মুখ খোলেন অভিজিৎ ভট্টাচার্য। এক সাক্ষাৎকারে অভিজিৎ বলেন, ‘এই গানটির কথা যখন সামনে উঠে এলো তখন অবশ্যই আমাকে এবং এই গানটি সুরকার অনু মালিককে কৃতিত্ব দেওয়া উচিত ছিল। ডুয়া লিপা যেহেতু নিজে একজন সংগীতশিল্পী, তাই তার অন্য সঙ্গীত শিল্পীদের কৃতিত্ব দেওয়া অবশ্যই উচিত।’

গায়ক আরও বলেন, ডুয়া লিপা কে তা নিয়ে বিন্দুমাত্র মাথাব্যথা নেই আমার। তিনি আমার নাম নিতে পারেন বা না নিতে পারেন, তবে এটা দেখে আমি ভীষণ আপ্লুত যে আজ এতো বছর পরেও এই গান মানুষের মনে জায়গা করে রেখেছে। আজ অন্য এক সংগীতশিল্পীর কারণে এই গানটি আরও একবার জনপ্রিয় হল।

ডুয়া লিপারের কনসার্টের ভিডিও ভাইরাল হওয়ার পর অভিজিৎ ভট্টাচার্যের ছেলে জয় ভট্টাচার্যও একটি পোস্ট করে এ নিয়ে মন্তব্য করেছিলেন। ইনস্টাগ্রামে একটি দীর্ঘ নোট লিখেছিলেন তিনি। অভিজিৎ এবং অনুকে কৃতিত্ব না দেওয়ায় তিনি বিদেশি গায়কের সমালোচনা করেন।

ছেলের পক্ষ নিয়ে অভিজিৎ বলেন, ওর এই পোস্ট করার পেছনে অন্য কোনও উদ্দেশ্য ছিল না। ও শুধু চেয়েছিল ওর বাবাকে যাতে ক্রেডিট দেওয়া হয়। এছাড়া অন্য কোনও উদ্দেশ্য ছিল না। তবে এটাও ঠিক ভারতবর্ষে একজন নায়ককে যে গুরুত্ব দেওয়া হয় সেই গুরুত্ব দেওয়া হয় না একজন গায়ককে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]