30888

04/25/2025 ইমতিয়াজ আলির হাত ধরে বলিউডে ফাহাদ ফাসিল, নায়িকা তৃপ্তি

ইমতিয়াজ আলির হাত ধরে বলিউডে ফাহাদ ফাসিল, নায়িকা তৃপ্তি

বিনোদন ডেস্ক

৪ ডিসেম্বর ২০২৪ ২২:৪৪

ভারতের অন্যতম শক্তিশালী অভিনেতা ফাহাদ ফাসিল। দক্ষিণী ইন্ডাস্ট্রিতে তার জনপ্রিয়তাও তুঙ্গে। বিশেষ করে ‘পুষ্পা’ ছবিতে খলনায়ক চরিত্রে তার অভিনয় দেখে কুর্নিশ জানিয়েছেন ভক্ত থেকে সমালোচকেরাও।

এবার পরিচালক ইমতিয়াজ আলির হাত ধরে বলিপাড়ায় পা রাখতে চলেছেন এই অভিনেতা। ভারতীয় সংবাদমাধ্যম সূত্রের খবর, ইমতিয়াজের পরবর্তী ছবির নায়ক ফাহাদ ফাসিল। সিনেমায় তার বিপরীতে দেখা যাবে তৃপ্তি দিমরিকে।

সূত্রের খবর, গত কয়েক মাস ধরেই এই প্রজেক্ট নিয়ে ইমতিয়াজ ও ফাহাদের একাধিক বৈঠক হয়েছে। ছবির কাগজপত্রে সই নাকি হয়ে গেছে। কেবল আনুষ্ঠানিক ঘোষণাটাই বাকি!

শোনা যাচ্ছে, ইমতিয়াজের এই নতুন ছবি হবে প্রেমের গল্পের ঘরানার-ই। তবে তার মধ্যেও কিছু টুইস্ট থাকবে। বর্তমানে চিত্রনাট্যে শেষমুহূর্তের ঘষামাজা করছেন ইমতিয়াজ। সবকিছু ঠিকঠাক থাকলে ২০২৫-এর প্রথম দিকেই ছবির শুটিং শুরু হয়ে যাবে।

পরিচালনার পাশাপাশি এই ছবির প্রযোজনার দায়িত্বও সামলাবেন ইমতিয়াজ। তার প্রযোজনা সংস্থার নাম 'উইন্ডো সিট ফিল্মস'।

এর আগেও ইমতিয়াজ প্রযোজিত ছবি 'লয়লা মজনু'তে কাজ করেছেন তৃপ্তি। কিন্তু পরিচালনায় কাজ করবেন এই প্রথমবার।

'পুষ্পা '-য় আইপিএস আধিকারিক ভৈরোঁ সিংহ শেখাওয়াতের চরিত্রে ফহাদকে দেখে মুগ্ধ হয়েছিলেন ওই ছবির নায়ক আল্লু অর্জুনও। খোলাখুলি বলেছিলেন, এই মুহূর্তে দেশের সেরা অভিনেতাদের অন্যতম ফহাদ। তার অভিনয়ের স্টাইলে আমি মুগ্ধ। কোনও প্রম্পটার ছাড়াই অভিনয় করেন। তেলুগু ভাষা জানেন না। ফলে নিজের সংলাপ লিখে নিয়ে বারবার তা পড়তে থাকেন। তারপর পর্দায় এমনভাবে সংলাপ বলেন, যেন তেলুগু তার মাতৃভাষা!

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]