30909

04/25/2025 মুক্তির দিনেই অনলাইনে দেখা যাচ্ছে ‘পুষ্পা টু’

মুক্তির দিনেই অনলাইনে দেখা যাচ্ছে ‘পুষ্পা টু’

বিনোদন ডেস্ক

৫ ডিসেম্বর ২০২৪ ১৭:৪৭

বহু প্রতীক্ষার পর বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) মুক্তি পেয়েছে আল্লু আর্জুনের ছবি ‘পুষ্পা টু: দ্য রুল’। তবে মুক্তির মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই জানা গেল, অনলাইনে এই ছবি সম্পূর্ণ এইচডি ভার্সনে দেখা যাচ্ছে; অর্থাৎ পাইরেসির কবলে পড়েছে ছবিটি।

ভারতের বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানা গেছে, ইতোমধ্যে বেশ কিছু ওয়েব সাইটে দেখা যাচ্ছে ছবিটি। টরেন্ট সহ অন্যান্য কিছু প্ল্যাটফর্মে এই ছবিটি ফাঁস হয়েছে। যার মধ্যে রয়েছে ইবোমা, মুভিরুলস, নাইন এক্স মুভিজ, ফিল্মিজিলা, তামিলইয়োগী, বলিফরইউ, জয়সা মুভিজ প্ল্যাটফর্মও।

তবে এই ছবি পাইরেসির জন্য শাস্তিও রয়েছে। ভারতের ১৯৫২ সালের সিনেমাটোগ্রাফি আইনে পাইরেসির সঙ্গে যুক্ত কেউ দোষী সাব্যস্ত হলে ৩ লাখ রুপি জরিমানা ধার্য করা হবে তার ওপর এবং সমস্ত ছবি নির্মাণের খরচের ৫ শতাংশ পরিমাণ সেই ব্যক্তিকে দিতে হবে জরিমানা হিসেবে।

দক্ষিণী পরিচালক সুকুমারের নির্মিত এই ছবি বক্স অফিসের সব রেকর্ড ভেঙে দেবে বলে ধারণা করা হচ্ছে। ইতোমধ্যে মুক্তির প্রথম দিনেই বক্স অফিস ব্যবসা করে নিয়েছে ২১ কোটিরও বেশি। সারা ভারতজুড়েই ছিল অগ্রিম টিকিট কেনারও হিড়িক। প্রথম দশও ঘণ্টায় বুকিং হয়েছিল প্রায় ৫৫ হাজার টিকিট।

তবে শুধু ‘পুষ্পা টু’ই নয়, বহু ছবি ভারতে প্রেক্ষাগৃহে মুক্তির সঙ্গেই অনলাইনে ফাঁস হয়েছে। এর মধ্যে রয়েছে ‘লাল সিং চাড্ডা’, ‘লাইগার’ মতো ছবি। শুধু তাই নয়, ওটিটিতে মুক্তি পাওয়া ছবিও এখন এই পাইরেসির শিকার। ছবি থেকে যে পরিমাণ মুনাফা হওয়ার কথা ছিল সেখানে ২৫-৩০ শতাংশ ক্ষতি হয় এই পাইরেসির কারণে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]