31306

04/26/2025 শ্মশান থেকে যুবকের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার

শ্মশান থেকে যুবকের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার

নাটোর থেকে

২১ ডিসেম্বর ২০২৪ ১৩:৫১

নাটোরের কেন্দ্রীয় মহাশ্মশানে তরুণ দাস নামের এক যুবকের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এসময় মন্দিরের ভেতর থেকে দানবাক্সসহ পুরোনো কাসা-পিতলের মালামাল লুটের ঘটনা ঘটে।

শনিবার (২১ ডিসেম্বর) সকালে নাটোর শহরের বড়হরিশপুর এলাকায় কাশিমপুরে অবস্থিত কেন্দ্রীয় মহাশ্মশান থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়। নিহত তরুণ দাস শহরের আলাইপুর এলাকার কালী চন্দ্র দাসের ছেলে।

কেন্দ্রীয় মহাশ্মশানের সভাপতি সুবল রায় বলেন, শনিবার রাতে অজ্ঞাত সন্ত্রাসীরা নাটোরের কাশিমপুর এলাকার কেন্দ্রীয় মহাশ্মশানে ঢুকে ভবঘুরে তরুণ দাসের হাত-পা বেঁধে হত্যা করে ভান্ডার রুম থেকে কাঁসার পাতিল, গামলাসহ কাঁসা এবং পিতলের প্রায় ৪ মণ মালামাল চুরি করে নিয়ে যায়।

নাটোর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুর রহমান বলেন, হত্যাকাণ্ডের বিষয়টি তদন্তের জন্য রাজশাহী থেকে সিআইডি এবং ক্রাইমসিন ইউনিট এসেছে। পুলিশ আসামিদের চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসার জন্য কাজ করছে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]