31410

04/25/2025 ‘শ্যাম বেনেগাল চিরকাল বেঁচে থাকবেন আমাদের হৃদয়ে’

‘শ্যাম বেনেগাল চিরকাল বেঁচে থাকবেন আমাদের হৃদয়ে’

বিনোদন ডেস্ক

২৪ ডিসেম্বর ২০২৪ ১৪:২০

মারা গেছেন ভারতের বর্ষীয়ান চিত্র পরিচালক শ্যাম বেনেগাল। মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর। এদিকে এক প্রতিবেদনে অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত বলেন, ‘শ্যাম বেনেগাল চিরকাল বেঁচে থাকবেন আমাদের হৃদয়ে।’

তিনি বলেন, ‘শ্যাম বেনেগালের চলে যাওয়া গভীর শূন্যতা বলা চলে। ভারতীয় সিনেমাকে তিনি একটি অন্যমাত্রায় নিয়ে গিয়েছিলেন। তার সৃষ্টির মাধ্যমেই তিনি চিরকাল বেঁচে থাকবেন আমাদের হৃদয়ে।’

অভিনেত্রীর কথায়, ‘সিনেমায় তার অসাধারণ কাজের মাধ্যমে এবং সর্বকালের অন্যতম সেরা চলচ্চিত্র পরিচালক হিসেবে তার নাম স্মরণীয় হয়ে থাকবে। আমাদের আইকনিক চলচ্চিত্র নির্মাতাদের মধ্যে তিনিও একজন অসাধারণ পরিচালক।’

‘যিনি তার নিজস্ব দৃষ্টিভঙ্গি এবং চিন্তাধারায় খুব স্বাধীনভাবে একের পর এক চলচ্চিত্র তৈরি করে গিয়েছেন। তার পরিচালিত ‘অঙ্কুর’, ‘মান্ডি’, ‘ভূমিকা’, ‘জুনুন’, ‘মন্থন’ এবং আরও অনেকগুলো ভিন্ন স্বাদের সিনেমা মানুষের মনে গভীর ছাপ ফেলে গিয়েছে।’

ঋতুপর্ণার ভাষ্য, ‘মানুষের জীবনের সম্পর্ক নিয়ে তার মতামত, রাজনীতি সম্পর্কে তার অবস্থান এবং সামগ্রিকভাবে সমাজের সার্বিক পরিস্থিতি তার ছবিতে সবরকম উপাদানের অসাধারণ বুনন দেখেছেন দর্শক। যা মানুষের অন্যতম আকর্ষণের জায়গা বলা চলে।’

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]