31514

04/26/2025 গাজীপুরে কেমিক্যাল ভর্তি ড্রাম বিস্ফোরণে চারজন দগ্ধ

গাজীপুরে কেমিক্যাল ভর্তি ড্রাম বিস্ফোরণে চারজন দগ্ধ

গাজীপুর থেকে

২৯ ডিসেম্বর ২০২৪ ০০:১১

গাজীপুরের কোনাবাড়ীতে একটি ওষুধ কারখানায় কেমিক্যালের ড্রাম বিস্ফোরণে চারজন দগ্ধ হয়েছেন। শনিবার (২৮ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে কোনাবাড়ীর বিসিক শিল্প এলাকার ব্রিস্টল ফার্মা লিমিটডের কারখানায় এ দুর্ঘটনা ঘটে।

বিস্ফোরণে দগ্ধরা হলেন—কোনাবাড়ীর হরিণাচালা এলাকার মৃত জাহেদুল ইসলামের ছেলে রেদোয়ান আহমেদ (২৫), একই থানার বাইমাইল এলাকার দেলোয়ার হোসেনের ছেলে হৃদয় আহমেদ স্বাধীন (১৭), একই এলাকার রফিকুল ইসলামের ছেলে খালিদ আব্দুল্লাহ (১৯) ও আরমান হোসেন (২২)। তারা সবাই ওই কারখানার শ্রমিক।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, গাজীপুরের একটি ফার্মেসি কোম্পানির কারখানার কেমিক্যাল বিস্ফোরণে দগ্ধ অবস্থায় আমাদের এখানে চারজন এসেছে। এদের মধ্যে স্বাধীনের ৫ শতাংশ, আব্দুল্লাহর ৩০ শতাংশ, আরমানের ১৭ শতাংশ ও হৃদয়ের ৪৫ শতাংশ দগ্ধ হয়েছে। চারজনের মধ্যে স্বাধীনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। বাকি তিন জনকে ভর্তি দেওয়া হয়েছে। তাদের তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানান তিনি।

ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কোনাবাড়ী বিসিক এলাকায় ব্রিস্টল ফার্মা লিমিটেড কারখানার ওই চার শ্রমিক ওজু করতে যান। এ সময় পাশে টিনশেডের একটি কক্ষে বিদ্যুতের সুইচের পাশে রাখা কেমিক্যালের একটি ড্রাম বিস্ফোরিত হয়। এতে ওই চার শ্রমিক দগ্ধ হন। খবর পেয়ে কোনাবাড়ী মডার্ন ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছার আগেই কারখানার লোকজন আগুন নিভিয়ে ফেলেন। দগ্ধ চারজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ব্রিস্টল ফার্মা লিমিটেড কারখানার প্ল্যান ম্যানেজার রাজীব ভৌমিক বলেন, কারখানার চার শ্রমিক দগ্ধ হয়েছেন। তাদের হাসপাতালে নেওয়া হয়েছে। কীভাবে ঘটনা ঘটেছে তা আমরা খতিয়ে দেখছি।

কোনাবাড়ী মডার্ন ফায়ার সার্ভিসের ওয়্যার হাউস ইন্সপেক্টর সাইফুল ইসলাম বলেন, ঘটনাস্থলে কেমিক্যালের ড্রামের পাশে বিদ্যুতের সুইচ ছিল। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক গোলযোগ থেকে এ বিস্ফোরণ হয়েছে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]