31541

04/26/2025 পদ্মার এক রুই ও কাতল বিক্রি হলো ৫৩ হাজার টাকায়

পদ্মার এক রুই ও কাতল বিক্রি হলো ৫৩ হাজার টাকায়

রাজবাড়ী থেকে

২৯ ডিসেম্বর ২০২৪ ১৮:০৮

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় ১৬ কেজি ওজনের একটি রুই ও ১৩ কেজি ওজনের একটি কাতল মাছ ৫৩ হাজার ১০০ টাকায় বিক্রি হয়েছে।

রোববার (২৯ ডিসেম্বর) সকালে জেলেদের কাছ থেকে মাছগুলো নিলামে কিনে নিয়ে অনলাইনে বিক্রি করেছেন মাছ ব্যবসায়ি মো. শাহজাহান শেখ।

জানা গেছে, ভোরে পদ্মা নদীর চরকর্ণসোনা এলাকায় জেলে কৃষ্ণ হালদারের জালে ১৩ কেজি ওজনের কাতল মাছটি ধরা পড়ে। মাছটি বিক্রির জন্য সকাল ৭টার দিকে দৌলতদিয়া টার্মিনালে মিলনের মৎস্য আড়তে নিয়ে এলে প্রকাশ্য নিলামে প্রতি কেজি ১ হাজার ৩০০ টাকা দরে মোট ১৬ হাজার ৯০০ টাকায় ক্রয় করেন স্থানীয় মাছ ব্যবসায়ী মো. শাহজাহান শেখ।

অপরদিকে পদ্মা নদীর ১৬ কেজি ওজনের বড় রুই মাছ বিক্রির জন্য দৌলতদিয়া মোহন মোল্লার আড়তে উঠলে প্রকাশ্য নিলামে ২ হাজার টাকা কেজি দরে ৩২ হাজার টাকায় ক্রয় করেন স্থানীয় মাছ ব্যবসায়ী মো. শাহজাহান শেখ।

শাকিল-সোহান মৎস্য আড়তের মালিক মো. শাহজাহান শেখ বলেন, মাছগুলো উন্মুক্ত নিলামে ক্রয় করে আমি ফেসবুকে পোস্ট করেছিলাম। পরে অনলাইনে ১৩ কেজি ওজনের কাতল মাছটি ১ হাজার ৫০০ টাকা কেজি দরে ১৯ হাজার ৫০০ ও ১৬ কেজি ওজনের রুই মাছটি ২ হাজার ১০০ টাকা কেজি দরে ৩৩ হাজার ৬০০ টাকায় বিক্রি করেছি।

রাজবাড়ী জেলা মৎস্য কর্মকর্তা মো. নাজমুল হুদা বলেন, সম্প্রতি সময়ে পদ্মা নদীতে জেলেদের জালে বড় আকারের ঢাই, ব্ল্যাক কার্প, রুই, কাতল, মৃগেল, বাগাড়, পাঙাস, ইলিশ, বোয়াল, চিতলসহ নানা প্রকার মাছ ধরা পড়ছে। এই মাছগুলো বিক্রি করে জেলেরা ভালো লাভ পাচ্ছেন।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]