31594

04/25/2025 বিচ্ছেদের যন্ত্রণার মাঝেই শাকিবের সিনেমায় রিয়া

বিচ্ছেদের যন্ত্রণার মাঝেই শাকিবের সিনেমায় রিয়া

বিনোদন ডেস্ক

৩১ ডিসেম্বর ২০২৪ ১৩:৪৮

২০২৪ সালটা যেকোনো মূল্যেই ভুলতে চাইবেন ওপার বাংলার অভিনেত্রী রিয়া গাঙ্গুলী। ব্যক্তিজীবনে স্বামীর সঙ্গে বিচ্ছেদ, এরপর সন্তানসম পোষ্যকে হারানো...সবকিছু মিলিয়েই কঠিন সময়ের মধ্যে দিয়ে যেতে হয়েছে তাকে।

নানা ঝড়ঝাপ্টার পরেও নিজের দুই সন্তানকে সামলে কাজের জগতে ব্যস্ত হচ্ছেন অভিনেত্রী। এরই মধ্যে দিলেন দারুণ এক সুখবর। ঢাকাই চলচ্চিত্রের সুপারস্টার শাকিব খানের সঙ্গে একই ছবিতে অভিনয় করছেন রিয়া। ইতোমধ্যেই শুটিংয়েও অংশ নিয়েছেন তিনি।

‘বরবাদ’ সিনেমায় খুব গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন রিয়া। ভারতীয় সংবাদমাধ্যম আজকাল-কে তিনি বলেন, ‘এই চরিত্র নিয়ে বিশেষ কিছু বলতে না পারলেও এতটুকু বলতে পারি, সম্পূর্ণ ইতিবাচক একটি চরিত্র। যে চরিত্রকে দেখে চোখের জল ফেলতে বাধ্য হবেন দর্শকেরা। এখনও বেশ কিছুদিনের শুটিং বাকি।

সিনেমার নায়ক শাকিব খান ও নায়িকা ইধিকা পাল প্রসঙ্গে এই অভিনেত্রী বলেন, ‘শাকিব ভাইয়ের সঙ্গে দেখা হয়নি আমার। তবে নতুন বছরে নিশ্চয়ই দেখা হবে এবং অনেক গল্প হবে। ইধিকার সঙ্গে খুব ভালো সম্পর্ক হয়ে গেছে কয়েকদিনেই। আমরা দুই বোনের চরিত্রে অভিনয় করছি। খুব মিষ্টি একটি চরিত্র। কলকাতা, মুম্বাই এবং বাংলাদেশে এই ছবির শুটিং হচ্ছে। ’

ফেলে আসা খারাপ মুহূর্তগুলোকে নিয়ে আর বেশি ভাবতে চান না রিয়া। স্বামীর সঙ্গে দূরত্ব বাড়লেও, দুই সন্তানকে তা বুঝতে দেননি কেউই। তবে এই মুহূর্তে কাজ এবং পরিবার নিয়ে ভাল থাকতে চান এবং নিজের জীবনটাকে আরও গুছিয়ে নিতে চান। সেই শুরুটাই কি না করলেন শাকিব খানের সিনেমা দিয়ে।

অভিনেত্রী জানালেন, ২০২৫ সালে ঈদে মুক্তি পাবে ‘বরবাদ’। আপাতত প্রেক্ষাগৃহে হাজির হয়ে নিজের সিনেমা উপভোগ করার অপেক্ষায় উত্তেজিত তিনি।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]