31768

04/26/2025 রূপপুরে চারতলা থেকে পড়ে রুশ নারীর মৃত্যু

রূপপুরে চারতলা থেকে পড়ে রুশ নারীর মৃত্যু

পাবনা থেকে

৪ জানুয়ারী ২০২৫ ১৪:০৬

পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের আবাসিক গ্রীনসিটির চারতলা থেকে পড়ে এক রাশিয়ান নারী কর্মীর মৃত্যু হয়েছে। শনিবার (৪ জানুয়ারি) ভোর ৪টায় গ্রীনসিটির ৯ নাম্বার বিল্ডিংয়ের ৪২নং ফ্ল্যাটে এ ঘটনা ঘটে।

নিহত রাশিয়ান নাগরিক পোশতারুক সেনিয়া রূপপুর প্রকল্পের Smu-1 কোম্পানিতে কর্মরত ছিলেন। এদিকে ঘটনার পরপেই গ্রীণসিটির দায়িত্বরত চিকিৎসক এসে তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় গ্রীণসিটি এলাকা পরিদর্শন করেন ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী, ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম।

ওসি শহিদুল ইসলাম বলেন, নিহত রুশ নাগরিক এবং তার স্বামীর মধ্যে কথা কাটাকাটির জের ধরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় তার স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য গ্রীনসিটির সিকিউরিটি সদস্যরা নিয়ে গেছেন।

ওসি আরও বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। হত্যা না আত্মহত্যা সেটি ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর জানা যাবে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]