31890

04/26/2025 মুম্বাইয়ে ক্রাইম পেট্রোল অভিনেতাকে প্রকাশ্যে ছুরিকাঘাত

মুম্বাইয়ে ক্রাইম পেট্রোল অভিনেতাকে প্রকাশ্যে ছুরিকাঘাত

আন্তর্জাতিক ডেস্ক

৬ জানুয়ারী ২০২৫ ১০:৫০

দিনে দুপুরে মুম্বইয়ের রাস্তায় ঘটল ভয়ঙ্কর ঘটনা। ভারতের মুম্বাইয়ে দিনে দুপুরে টেলি অভিনেতা রাঘব তিওয়ারিকে ছুরিকাঘাত করল এক স্কুটার আরোহী। হামলার সময় অভিনেতার মাথায় ধারাল অস্ত্রের কোপ মারা হয়, মাথায় রড দিয়ে আঘাতও করা হয়।

হামলার এ ঘটনার পর থানায় যান ভুক্তভোগী অভিনেতা রাঘব। তার অভিযোগ, ঘটনার পর ভারসোভা থানায় অভিযোগ জানানো হলেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি।

মাস কয়েক আগের এই ঘটনা সম্প্রতি ভারতীয় গণমাধ্যমে উঠে আসে। জানা যায়, ঘটনার দিন কেনাকাটা করে বন্ধুর গাড়িতে করে বাড়ি ফিরছিলেন রাঘব তিওয়ারি। এরপর গাড়ি থেকে নেমে রাস্তা ক্রস করার সময় একটা স্কুটারের মুখোমুখি হন তিনি। তাই ওই স্কুটার আরোহীকে ‘সরি’ও বলেন রাঘব। অভিযোগ, সরি বলার পরও তার সঙ্গে তর্কাতর্কি করতে শুরু করেন, তাকে গালি দেন ওই স্কুটার চালক।

এক পর্যায়ে সেই স্কুটার চালক ধারালো ছুরি বের করে অভিনেতার ওপর কোপ মেরে বসেন। এছাড়াও চড়-থাপ্পরও মারা হয় অভিনেতাকে। এরপর অভিনেতা মাটিতে লুটিয়ে পড়লে তার বাকি বন্ধুরা ও স্থানীয় লোকজন এসে তকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। মাথায় অনেকগুলো সেলাই পড়ে।

এদিকে রাঘব তিওয়ারির পুলিশে অভিযোগ করলেও পুলিশ ঠিক ধারায় মামলা রুজু করেননি বলে জানিয়েছেন রাঘব। অভিনেতা রাঘব তিওয়ারি আরও জানান, হামলাকারী ওই ব্যক্তি একজন অ্যাকশন ডিরেক্টর ছেলে। উল্লেখ্য, রাঘব তিওয়ারি ক্রাইম পেট্রোলে অভিনয়ের জন্য পরিচিত।

# মির্জা সাইমা

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]