31931

04/25/2025 গোবিন্দকে বিয়ে করতে চাইতেন রাভিনা, আমি বলতাম ‘নিয়ে যা’

গোবিন্দকে বিয়ে করতে চাইতেন রাভিনা, আমি বলতাম ‘নিয়ে যা’

বিনোদন ডেস্ক

৬ জানুয়ারী ২০২৫ ১৬:৪৯

বলিউডে রয়েছে বহু অপরিণত প্রেমের গল্প। তার মধ্যে একটি, গোবিন্দের প্রতি রাভিনা ট্যান্ডনের ভালোবাসা। যেটা স্বয়ং অভিনেতার স্ত্রী সুনীতা অহুজা নিজেই জানিয়েছেন।

‘আন্দাজ আপনা আপনা’, ‘আঁখিয়ো সে গোলি মারে’, ‘পারদেসী বাবু;র মতো ছবিতে একসঙ্গে অভিনয় করেছেন গোবিন্দ ও রাভিনা। গোবিন্দের সঙ্গে আগে দেখা হলে নাকি তাকে বিয়ে করতেন অভিনেত্রী।

সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনটাই জানালেন গোবিন্দপত্নী সুনীতা। তিনি বলেন, রাভিনা এখনও বলেন, ‘তোর সঙ্গে আগে দেখা হলে, তোকেই বিয়ে করতাম।’

আমি আবার রাভিনাকে বলেছি, ‘নিয়ে যা। তা হলে হাড়ে হাড়ে টের পাবি।’

রাভিনার সঙ্গে বন্ধুত্ব সম্পর্ক গড়েছিলেন সুনীতা। গোবিন্দের অন্য নায়িকাদের সঙ্গেও বন্ধুত্ব ছিল তার। শিল্পা শেট্টি ও মনীষা কৈরালার সঙ্গে প্রায়ই দেখা হত অভিনেতার স্ত্রীর।

বিশেষত, ছবির শুটিংয়ের পরে দেখা করে খাওয়াদাওয়া করতেন তারা। তবে এর পাশাপাশি সংসারের দায়িত্বও ছিল সুনীতার কাঁধেই। গোবিন্দ বিরামহীনভাবে ছবির শুটিং করতেন। সেই সময়ে সন্তানদের দেখভাল করতেন স্ত্রী।

গোবিন্দের সঙ্গে বর্তমানে দাম্পত্যের সমীকরণ নিয়েও মুখ খুলেছেন সুনীতা। অভিনেতার স্ত্রী জানিয়েছেন, এখন তিনি এবং গোবিন্দ আলাদা থাকেন। সন্তানদের নিয়ে থাকেন সুনীতা। সেই বাড়ির বিপরীতে একটি বাংলোতে একা থাকেন গোবিন্দ। প্রতি দিনের কাজ সেরে বাড়ি ফিরে অভিনেতা নাকি বন্ধুদের সঙ্গে আড্ডায় ব্যস্ত থাকেন।

খানিকটা মজা করেই গোবিন্দপত্নী বলেন, ‘আমি ওকে বলেছি আগামী জন্মে ও যেন আমার স্বামী না হয়। ও কোথাও ঘুরতে যেতে চায় না। আমার তো রাস্তায় ওর সঙ্গে দাঁড়িয়ে একটু ফুচকা খেতেও ইচ্ছে করে। আমরা দু'জনে একসঙ্গে শেষ কবে একটা সিনেমা দেখতে গিয়েছি, সেটাও আমার মনে নেই।’

#সোনিয়া

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]