32109

04/28/2025 পাচার অর্থ ফেরাতে বিদেশে আইনজীবী নিয়োগ দেবে সরকার

পাচার অর্থ ফেরাতে বিদেশে আইনজীবী নিয়োগ দেবে সরকার

নিজস্ব প্রতিবেদক

১১ জানুয়ারী ২০২৫ ১৫:৩৩

পাচার হওয়া অর্থ ফেরাতে বিদেশে আইনজীবী নিয়োগ করবে সরকার। এক্ষেত্রে বড় অঙ্কের অর্থ ফেরাতে কমিশন দিতেও রা‌জি সরকার।

শনিবার (১১ জানুয়ারি) রাজধানীর এক‌টি হোটেলে ওয়ার্ল্ড কনফারেন্স সিরিজের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা জানান বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।

গভর্নর ব‌লেন, বিদেশে টাকা পাচার বন্ধ হয়েছে। আগে টাকা দুবাই থেকেই পাচার হয়ে যেত। এখন সুশাসন হওয়ায় টাকা পাচার থেকে রক্ষা পেয়েছি। এখন রেমিট্যান্স পাঠানোর জন্য প্রবাসীদের প্রণোদনা দেওয়া হচ্ছে। তবে আমাদের মনে রাখতে হবে, রেমিট্যান্স বাড়াতে আমলাতান্ত্রিক বেড়াজালে যেন আটকে না রাখি।

তি‌নি বলেন, মানুষকে ব্যাংকের ওপর আস্থা বাড়াতে হবে। তাহলেই ব্যাংক ঘুরে দাঁড়াবে। ব্যাংকের টাকা বিদেশে চলে গেছে। সেই টাকা উদ্ধারে বিদেশেরও সহায়তা পাচ্ছি। আমরা বিদেশের আইনজীবী নিয়োগ করতে যাচ্ছি। অবশ্য সেজন্য আমাদের বিদেশের আইনেও টিকতে হবে।

আহসান মনসুর বলেন, ব্যাংকখাতে আমাদের দুর্বলতা অনেকাংশেই কাটিয়ে উঠেছি। রেমিট্যান্স গত ৬ মাসে গড়ে ২৬ শতাংশ করে আছে। ৬ মাসে এসেছে ৩ বিলিয়ন মার্কিন ডলার। রপ্তানি হয়েছে ২.৫ বিলিয়ন ডলার। আমরা একটি ভালো পরিবেশ তৈরির চেষ্টা করছি।

তিনি ব‌লেন, সৌদি আরব থেকে দুবাই হয়ে টাকা বাংলাদেশে আসছে। সরাসরি বাংলাদেশে টাকা আনতে হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সেন্টার ফর এনআরবির চেয়ারপারসন এম এস সেকিল চৌধুরি।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]