32559

04/25/2025 সাভারে বিআরটিএ অফিসে ছদ্মবেশে দুদকের অভিযান

সাভারে বিআরটিএ অফিসে ছদ্মবেশে দুদকের অভিযান

নিজস্ব প্রতিবেদক

২১ জানুয়ারী ২০২৫ ১৬:১৯

গ্রাহক সেবা হয়রানি ও দালালদের দৌরাত্ম্য এবং বিভিন্ন অনিয়মের অভিযোগে সাভারের বিআরটিএ অফিসে ছদ্মবেশে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুরে সাভারে পৌর এলাকায় উপজেলা চত্বরের ভেতরে বিআরটিএ কার্যালয়ে দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-২-এর সহকারী পরিচালক ওয়াহিদ মঞ্জুর সোহাগের নেতৃত্বে এই এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়।

দুদক সূত্রে জানা যায়, সাভারের বিআরটিএ অফিসে মোটরসাইকেলের রেজিস্ট্রেশন, গাড়ির ফিটনেস সার্টিফিকেট ও লাইসেন্স প্রদানসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ রয়েছে। এ ছাড়াও বিআরটিএ অফিসে দালালের কারণে ভোগান্তির শিকার হচ্ছেন গ্রাহকরা।

সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-২-এর সহকারী পরিচালক ওয়াহিদ মঞ্জুর সোহাগ বলেন, ছদ্মবেশে সাভার বিআরটিএ অফিসে প্রবেশ করি। সেখানে দালালদের উপস্থিতি দেখতে পাই। দালালরা আমাদের কাছে গাড়ির ড্রাইভিং লাইন্সের পরীক্ষা ছাড়াই দেবো বলে জানান। তবে এর বিনিময়ে বাড়তি চার হাজার টাকা দাবি করে। এ ছাড়া ড্রাইভিং লাইসেন্স ছাড়াই মোটরসাইকেলের রেজিস্ট্রেশন দেওয়া হচ্ছে এবং গাড়ির ফিটনেস করানোর জন্য দালালের মাধ্যমে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ ছিল। এসব অভিযোগের প্রেক্ষিতে আমরা অফিসে এসে নথিপত্র ঘেটে দেখি ড্রাইভিং লাইসেন্স ছাড়াই মোটরসাইকেলের রেজিস্ট্রেশন দেওয়া হচ্ছে। আমরা এসব নথিপত্র নিয়েছি, এগুলো কমিশনে জমা দেবো এবং যাদের মাধ্যমে এসব কাজ হচ্ছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য প্রতিবেদনে উল্লেখ করা হবে বলে জানান তিনি।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]