32658

04/27/2025 বড় বড় কোম্পানি বাংলাদেশে বিনিয়োগ করতে চায়: প্রেস সচিব

বড় বড় কোম্পানি বাংলাদেশে বিনিয়োগ করতে চায়: প্রেস সচিব

নিজস্ব প্রতিবেদক

২৩ জানুয়ারী ২০২৫ ১৮:২৭

বড় বড় কোম্পানি বাংলাদেশে বিনিয়োগ করতে চায় বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

শফিকুল আলম বলেন, সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে ব্যস্ত সময় পার করছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সেই সম্মেলন ও সফর থেকে ভালো কিছু ফলাফল পাওয়া যাবে বলে আশা করছি।

তিনি আরও বলেন, দাভোসে প্রচুর প্রাইভেট সেক্টরের এমডি, সিইওরা আসেন। তাদের সঙ্গে অনেক সরকার প্রধানদের আলাপ-আলোচনা হয়। এমডিদের দাভোসের ছোট ছোট রুমে অনেক গুরুত্বপূর্ণ আলাপ হয়। এক ধরনের ডিল মেট হয়। এই দুইদিনে প্রায় ১০ জন হেড অব গভর্মেন্টের সঙ্গে প্রধান উপদেষ্টার কথাবার্তা হয়েছে।

প্রেস সচিব বলেন, বড় বড় কোম্পানি বাংলাদেশে বিনিয়োগ করতে চায়। তাদের সিইওরা প্রফেসর ইউনূসের সঙ্গে দেখা করবেন। তারা বাংলাদেশ সর্ম্পকে জানতে চাইবেন, বাংলাদেশের বিজনেস অপরচুনিটি কী আছে সে বিষয়ে জানতে চাইবেন। আমাদের তরফ থেকে বার বার বলছি যে, বাংলাদেশ ব্যবসার জন্য প্রস্তুত। বিজনেসের সেই ক্লাইমেট তৈরি হয়েছে। বিজনেস করার জন্য যে শর্তগুলো রয়েছে, সেগুলো যতটা সহজ করা যায় সেটা করা হয়েছে। চট্টগ্রাম পোর্টের সক্ষমতা বাড়ানো হয়েছে।

তিনি আরও বলেন, অধ্যাপক ইউনূস যুক্তরাষ্ট্র, জার্মান, তুরস্ক, চায়নার বিনিয়োগকারীদের বাংলাদেশে আমন্ত্রণ জানিয়েছেন। তাদের বাংলাদেশে বিনিয়োগ করতে বলেছেন। বাংলাদেশ এখন তাদের জন্য প্রস্তুত। বাংলাদেশের যুবকদের দিয়ে তারা সহজেই বাংলাদেশকে এক্সপোর্ট হাব হিসেবে তৈরি করতে পারেন। আশা করছি, এটা থেকে ভালো কিছু রেজাল্ট পাব।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]