32896

04/25/2025 আমার খুশিতে সে নিজের খুশি খুঁজে পায় : সোনাক্ষী

আমার খুশিতে সে নিজের খুশি খুঁজে পায় : সোনাক্ষী

বিনোদন ডেস্ক

৩০ জানুয়ারী ২০২৫ ২০:০৬

গত বছর দীর্ঘ দিনের প্রেমিক জাহির ইকবালেও সঙ্গে বিয়ের পিড়িতে বসেন বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা। নিজের বাড়িতে ঘরোয়া ভাবেই বিয়ে করেছিলেন। বিয়ের আগে প্রেমিক জাহির ইকবালের সঙ্গে টানা ছয় বছর সম্পর্কে ছিলেন অভিনেত্রী।

বিয়ের পরে কতটা পরিবর্তন হয়েছে সোনাক্ষীর জীবন? বিয়ের পরে কি আর অভিনয় চালিয়ে যাবেন অভিনেত্রী? সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলে এই বিষয় নিয়ে কথা বলেন সোনাক্ষী।

সোনাক্ষী বলেন, ‘জীবনকে বিয়ে দিয়ে বিচার করা উচিত নয়। বিয়ে জীবনের একটা অংশ মাত্র। বিয়েতে জীবনে কিছু সংযোজন হয়, বিয়োগ হয় না। তাই বিয়ের পরে কাজ করবেন কি না, সেটা সম্পূর্ণই মহিলার উপর নির্ভর করে।’

অভিনেত্রীর কথায়, ‘আমার কাছে কাজ খুব গুরুত্বপূর্ণ। আমি আমার কাজ ভালোবাসি। সকালে ঘুম থেকে উঠে কাজে যাওয়ার মধ্যে আমি আনন্দ খুঁজে পাই।’

নিজের প্রসঙ্গে সোনাক্ষী আরও বলেন, ‘আমি সৃজনশীল মানুষ। তাই কোনও কিছু সৃষ্টি করতে পারলে আমার খুব ভাল লাগে। তাই বিয়ের পরেও আমি কাজ করতে চাই। কিন্তু কেউ যদি কাজ না করতে চান, সেটাও ঠিক, এটা তাদের সিদ্ধান্ত।’

প্রতিটি পদক্ষেপেই স্বামী জাহির ইকবাল সঙ্গ দেন বলে জানান সোনাক্ষী। তার কথায়, ‘ও আমার সেরা চিয়ারলিডার। আমার খুশিতে ও নিজের খুশি খুঁজে পায়। জাহির এমনই যে কোনও কাজেই সঙ্গীকে পাশে পাওয়া খুব জরুরি।’

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]