গতকাল এক অনুষ্ঠানে গাইতে গাইতে লুটিয়ে পড়েন দেশের কিংবদন্তি সংগীতশিল্পী সাবিনা ইয়াসমিন। তড়িঘড়ি করে নেওয়া হয় হাসপাতালে। তারপর থেকেই ভক্তরা চিন্তিত গায়িকাকে নিয়ে। তার শারীরিক অবস্থা জানতে উদগ্রীব হয়ে আছেন।
এবার সংবাদমাধ্যমকে সাবিনা ইয়াসমিনের শারীরিক অবস্থা সম্পর্কে জানালেন সংগীতশিল্পী জাহাঙ্গীর সাইদ। তার কথায়, ‘দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকেরা প্রাথমিক সব চিকিৎসা করেন। রাত সাড়ে ১০টার সময় আমরা আপাকে নিয়ে বাসার দিকে রওনা করেছি। এখন আপা পুরোপুরি ঠিক আছেন।’
তিনি আরও বলেন, ‘সাবিনা আপার ভার্টিগো সমস্যা রয়েছে। হঠাৎ গাইতে গাইতে তিনি ভার্টিগো সমস্যায় পড়েন। এরপর মাইক্রোফোন স্ট্যান্ড ধরতে গিয়ে ভারসাম্য রাখতে পারেননি, পড়ে যান।’
সবশেষ ২০২৩ সালের শেষ দিকে অস্ট্রেলিয়ার সিডনি, মেলবোর্ন ও ব্রিসবেনে একাধিক স্টেজ শো করেন সাবিনা ইয়াসমীন। এরপর দেশে ফিরলেও অসুস্থতার কারণে নতুন কোনো অনুষ্ঠানে অংশ নেননি।
দীর্ঘদিন পর গতকাল ৩১ তিনি মঞ্চে ফেরেন তিনি। গানও শুরু করেন। কিন্তু হঠাৎ অসুস্থ হওয়ায় হাসপাতালে নেওয়া হয় গায়িকাকে।