33143

04/25/2025 কান উৎসবের প্রধান বিচারক অভিনেত্রী জুলিয়েট

কান উৎসবের প্রধান বিচারক অভিনেত্রী জুলিয়েট

বিনোদন ডেস্ক

৫ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:২৩

আসন্ন কান চলচ্চিত্র উৎসবে জুরি বোর্ডের সভাপতির হিসেবে দায়িত্ব পেয়েছেন অস্কারজয়ী ফরাসি অভিনেত্রী জুলিয়েট বিনোশ। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) কান চলচ্চিত্র উৎসবের আয়োজকরা এই ঘোষণা দিয়েছেন।

আয়োজকদের বিবৃতিতে জানানো হয়, অস্কারজয়ী অভিনেত্রী জুলিয়েট বিনোশ ২০২৫ সালের কান চলচ্চিত্র উৎসবের জুরি সভাপতি হিসেবে নিয়োগ পেয়েছেন।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম টেলিগ্রাফের এক প্রতিবেদনে বলা হয়েছে, ৬০ বছর বয়সী জুলিয়েট বিনোশ এমন সম্মানজনক দায়িত্ব পাওয়া দ্বিতীয় নারী। তার আগে প্রথমবারের মতো এই দায়িত্ব পেয়েছেন ‘বার্বি’ খ্যাত তারকা নির্মাতা গ্রেটা গারউইগ, এবং সেটা গেল বছরেই!

২০২৪ সালের পর ২০২৫ সালেও কানের সেরা ছবি বাছাইয়ের দায়িত্ব নারীর উপর ন্যস্ত হওয়ায় উচ্ছ্বসিত উৎসব আয়োজকরাও।

এমন দায়িত্ব পাওয়ার পর এক বিবৃতিতে বিনোশ বলেন, ‘এক তরুণ অভিনয়শিল্পী হিসেবে উত্তেজনা আর অনিশ্চয়তা নিয়ে ১৯৮৫ সালে আমি প্রথমবার কানের লাল গালিচায় পা রেখেছিলাম। আমি কখনও ভাবিনি যে ৪০ বছর পর আমি এই উৎসবের জুরি সভাপতির দায়িত্বে ফিরব। আমি এই সম্মান ও দায়িত্ব বিনয় এবং গুরুত্বের সাথে গ্রহণ করছি।’

আশির দশক থেকে বহু কালজয়ী সিনেমায় অভিনয় করেছেন জুলিয়েট বিনোশ। ২০১০ সালে ইরানের বিখ্যাত পরিচালক আব্বাস কিয়ারোস্তামির ‘সার্টিফায়েড কপি’র জন্য কান উৎসবে সেরা অভিনেত্রীর পুরস্কারও জিতেছিলেন তিনি। এছাড়া ১৯৯৬ সালের যুদ্ধভিত্তিক সিনেমা ‘দ্য ইংলিশ পেশেন্ট’-এ নার্স হানার চরিত্রে অভিনয়ের জন্য তিনি অস্কারে সেরা পার্শ্ব অভিনেত্রীর পুরস্কার অর্জন করেন।

আসছে ১৩ মে থেকে ২৪ মে পর্যন্ত কান শহরে বসছে বিশ্বের মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসবের ৭৮তম আসর। গেল বছরে গারউইগ শন বেকারের ‘আনোরা’ ছবিকে পাম দ’র এর জন্য বেছে নিয়েছিলেন, দেখা যাক জুলিয়েট কোন ছবিটিকে বেছে নেন!

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]