33349

04/24/2025 মাথাপিছু আয় কমেছে ৪৬ ডলার

মাথাপিছু আয় কমেছে ৪৬ ডলার

অর্থনৈতিক প্রতিবেদক

১০ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:৩৩

২০২৩-২৪ অর্থবছরের চূড়ান্ত হিসাব অনুযায়ী মাথাপিছু আয় কমেছে ৪৬ ডলার। আগের অর্থবছরে মাথাপিছু আয় ছিল ২ হাজার ৭৮৪ ডলার। বর্তমানে যা কমে দাঁড়িয়েছে ২ হাজার ৭৩৮ মার্কিন ডলার।

সোমবার (১০ ফেব্রুয়ারি) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) তাদের ওয়েবসাইটে এই তথ্য প্রকাশ করে।

বিবিএস জানায়, সাময়িক হিসেব অনুযায়ী টাকার অংকেও কমেছে মাথাপিছু আয়। কারণ টাকার অঙ্কে প্রাক্কলন করা হয়েছিল ৩ লাখ ৬ হাজার ১৪৪ টাকা।

বিবিএসের হিসাবে দেখা গেছে, তিন বছর ধরে দেশের মানুষের গড় মাথাপিছু আয় কমেছে। ২০২১-২২ অর্থবছরে মাথাপিছু আয় ছিল ২ হাজার ৭৯৩ ডলার, যা এযাবৎকালের সর্বোচ্চ।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]