33650

04/25/2025 কারাগারে বসে কি স্ট্যাটাস দেওয়া যায়? প্রশ্ন ফারুক খানের

কারাগারে বসে কি স্ট্যাটাস দেওয়া যায়? প্রশ্ন ফারুক খানের

আদালত প্রতিবেদক

১৯ ফেব্রুয়ারি ২০২৫ ১৪:৪৫

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নির্বাচনী প্রচারণায় বিএনপি নেতা মির্জা আব্বাসের গাড়িবহরে হামলার ঘটনায় দায়ের করা মামলায় সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী লেফটেন্যান্ট কর্নেল (অব.) মোহাম্মদ ফারুক খানের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) এ মামলার শুনানি শেষে হাজতখানায় নেওয়ার সময় এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বলেন, কারাগারে বসে কি স্ট্যাটাস দেওয়া যায়? এদিন রিমান্ড শেষে তাকে এজলাস থেকে সিএমএম আদালতের হাজতখানায় নিয়ে যাওয়ার পথে কারাগার থেকে তার ভেরিফাইড ফেসবুকে স্ট্যাটাস দেওয়া প্রসঙ্গে জানতে চাওয়া হয়। ফারুক খান বলেন, 'কারাগার থেকে কি স্ট্যাটাস দেবো। এটা মিথ্যা কথা। কারাগার থেকে কি স্ট্যাটাস দেওয়া যায়?

গত বছরের ১৪ অক্টোবর রাতে ক্যান্টনমেন্ট এলাকা থেকে সাবেক মন্ত্রী কর্নেল (অব.) ফারুক খানকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তিনি একাধিক মামলায় গ্রেপ্তার হয়ে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে রয়েছেন।

উল্লেখ্য, গত ৩ ফেব্রুয়ারি কারান্তরীণ ফারুক খানের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি স্ট্যাটাস দেওয়া হয়। যা ভাইরাল হয়ে পড়ে। এ নিয়ে নেট দুনিয়ায় ব্যাপক আলোচনা শুরু হয়।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]