3374

04/27/2025 লক্ষ্মীপুরে আগুনে পুড়লো ১০ দোকান

লক্ষ্মীপুরে আগুনে পুড়লো ১০ দোকান

জেলা সংবাদদাতা, লক্ষ্মীপুর

১০ এপ্রিল ২০২১ ১৮:১৯

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ পশ্চিম বাজারে আগুনে পুড়ে গেছে ১০টি দোকান। শনিবার (১০ এপ্রিল) ভোরে বৈদ্যুাতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও ক্ষতিগ্রস্থরা জানায়, চন্দগঞ্জ বাজারে হঠাৎ বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে মুহুর্তেই আগুন ছড়িয়ে পড়ে আশেপাশের দোকানগুলোতে। এসময় আদর্শ লাইব্রেরী, অভিরুচী সুইটস, সিউলি মেডিকেল, হারুন স্টোর ও পত্রিকার এজেন্ট আলাউদ্দিন স্টোরসহ ১০টি ব্যবসায়িক প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে যায়। পরে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

লক্ষ্মীপুর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার ওয়াসি আজাদ জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষতির পরিমাণ ও ক্ষতিগস্তদের তালিকা তৈরির কাজ চলছে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]