33935

04/25/2025 তোফাজ্জলকে পিটিয়ে হত্যার ঘটনা পুনঃ তদন্তের নির্দেশ

তোফাজ্জলকে পিটিয়ে হত্যার ঘটনা পুনঃ তদন্তের নির্দেশ

আদালত প্রতিবেদক

২৬ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:৩৩

ঢাকা বিশ্ববিদ্যালয়ে চোর সন্দেহে তোফাজ্জল হোসেন নামের একজনকে পিটিয়ে হত্যার ঘটনা পুনরায় তদন্ত করতে নির্দেশ দিয়েছে আদালত। আগামী ৪ মে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) ঢাকার একটি বিচারিক আদালত ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের এক আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন।

গত বছরের ১৮ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে তাকে পিটিয়ে হত্যা করা হয়। ঘটনার পর দিন শাহবাগ থানায় মামলা করেন বিশ্ববিদ্যালয়ের এস্টেট অফিসের সুপারভাইজার মোহাম্মদ আমানুল্লাহ।

মামলাটি তদন্ত করে গত ৩০ ডিসেম্বর আদালতে চার্জশিট দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার ইন্সপেক্টর মো. আসাদুজ্জামান। চার্জশিটে প্রতিষ্ঠানের ২১ জন শিক্ষার্থীকে অভিযুক্ত করা হয়েছে।

গত ২ ফেব্রুয়ারি এ চার্জশিটে নারাজি আবেদন দাখিল করে ঢাবি কর্তৃপক্ষ। ঘটনার সুষ্ঠু তদন্ত হয়নি- এই যুক্তিতে নারাজি দাখিল করা হয়। পরে আজ শুনানি শেষে আদালত পুনরায় তদন্তের নির্দেশ দিয়েছে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]