34011

04/24/2025 আমিও আল্লাহর ভক্ত, আজানের শব্দ গায়ে কাঁটা দেয়: সৌমিতৃষা

আমিও আল্লাহর ভক্ত, আজানের শব্দ গায়ে কাঁটা দেয়: সৌমিতৃষা

বিনোদন ডেস্ক

১ মার্চ ২০২৫ ১৭:১৭

আযানের সুমহান বাণীতে মুগ্ধ হয় মুসলিমরা। বাদ যান না অন্য ধর্মাবলম্বীরাও। আযানের ধ্বনি শিহরিত করে তাদের। এবার সেই তালিকায় যুক্ত হয়েছেন, ভারতীয় জনপ্রিয় টিভি সিরিজ মিঠাই সিরিয়ালের সৌমিতৃষা কুন্ড। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

সম্প্রতি সামাজিক মাধ্যমে শিবরাত্রির একটি ভিডিও প্রকাশ করেন সৌমি। সেখানে মন্তব্যের ঘরে মুসলিম ধর্মাবলম্বী এক অনুরাগী লেখেন, ‘আমি যদিও মুসলিম, তবে আপনার খুব বড় ভক্ত। স্রষ্টার প্রতি আপনার এমন ভক্তি, শ্রদ্ধা দেখে খুব ভালো লাগল। আমি আল্লাহর কাছে দোয়া করব, যাতে তিনি আপনার ও আপনার পরিবারের সকলকে খুব ভালো রাখেন। আমিন, বাংলাদেশ থেকে ভালোবাসা। কাকু-কাকিমাকে আমার সালাম।’

ওই নেটিজেনের মন্তব্যের বিপরীতে সৌমিতৃষা বলেন, ‘আমিও আল্লার ভক্ত। আমার কানে যখনই আজানের শব্দ আসে, আমার গায়ে কাঁটা দেয়। আপনাকেও ওয়ালিকুম সালাম।’

নিজ ধর্ম পালন করে ভক্ত অনুরাগীদের কাছে আগেই ‘সংস্কারিকন্যা’ হিসেবে পরিচিত সৌমিতৃষা। বাবা-মায়ের সঙ্গে এবার বৃন্দাবনে জন্মদিন কাটিয়েছেন অভিনেত্রী। সামাজিক মাধ্যমে সেসব ভিডিও প্রকাশ করেছেন। সেখানে বাংলাদেশের অনুরাগী মন্তব্য করতেই তাকে সম্প্রীতির বার্তা দেন অভিনেত্রী।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]