34066

04/24/2025 যৌনকর্মীর চরিত্র অস্কার এনে দিল অভিনেত্রী মাইকি ম্যাডিসনকে

যৌনকর্মীর চরিত্র অস্কার এনে দিল অভিনেত্রী মাইকি ম্যাডিসনকে

বিনোদন ডেস্ক

৩ মার্চ ২০২৫ ১৫:১০

সামাজিক অবস্থানগত দিক থেকে যৌনকর্মীরা সাধারণ মানুষ থেকে বিচ্ছিন্ন। তারা সমাজে বঞ্চনার শিকার। এ পেশায় জড়িতরা সমাজিক সুরক্ষা বা অর্থনৈতিকভাবেও পিছিয়ে।

যৌনকর্মীদের জীবনের বাস্তবতা, সুখ-দুঃখ, সংগ্রাম ও সামাজিক অবস্থান নিয়ে নির্মিত চলচ্চিত্র ‘আনোরা’য় যৌনকর্মীর ভূমিকায় অভিনয় করে ৯৭তম অস্কার আসরে সেরা অভিনেত্রীর পুরস্কার পেলেন ২৫ বছর বয়সী মার্কিন অভিনেত্রী মাইকি ম্যাডিসন।

আজ সোমবার সকালে লস অ্যাঞ্জেলেসের ডবলি থিয়েটারে শুরু হয় ৯৭তম একাডেমি অ্যাওয়ার্ডস। সেখানেই ম্যাডিসনের হাতে পুরস্কর তুলে দেওয়া হয়।

এ সিনেমায় অভিনয় বিষয়ে এক সাক্ষাৎকারে ম্যাডিসন বলেছিলেন, শুরুতে আমি শারীরিক চ্যালেঞ্জটিকেই গুরুত্ব দিয়েছিলাম। কারণ, চরিত্রটি ছিল একজন ড্যান্সারের।

সিনেমাটিতে ফুটিয়ে তোলা হয়েছে নিম্নবিত্ত মানুষের জীবনের বাস্তবতা ও টানাপোড়েনের গল্প। রাশিয়ান গ্যাংস্টারের ছেলে ম্যাডিসনের প্রেমে পড়ে। তারপরে নিজেদের সিদ্ধান্তে দুজন বিয়ে করে। কিন্তু সেই গ্যাংস্টার তাদের বিয়ে মেনে নেয় না। এমন গল্প নিয়ে নির্মিত হয়েছে শন বেকারের সিনেমা ‘আনোরা’।

সিনেমাটির নিউইয়র্কের ব্রুকলিনের একটি যৌনপল্লীর জীবনযাত্রা চিত্রায়ণ করা হয়েছে। সেখানে রাশিয়া থেকে আসা অনেক মানুষের বাস। চরিত্রের সঙ্গে মানিয়ে নিতে শুটিংয়ের কয়েক মাস আগে থেকেই ব্রুকলিনে ছিলেন অভিনেত্রী।

মাইকি ম্যাডিসনে জানান, শুটিংয়ের আগে ব্রুকলিন সফর তাকে অনেক কিছু শিখিয়েছে। ওই অঞ্চালের স্থানীয় দোকান, রেস্তোরা, ক্লাবে নিয়মিত ঢুঁ মারতেন তিনি। স্থানীয় মানুষের আচরণ লক্ষ করতেন। বিশেষভাবে খেয়াল করতেন, তাদের উচ্চারণ।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]