34108

04/24/2025 স্বর্ণ পাচারের অভিযোগে গ্রেফতার জনপ্রিয় অভিনেত্রী

স্বর্ণ পাচারের অভিযোগে গ্রেফতার জনপ্রিয় অভিনেত্রী

বিনোদন ডেস্ক

৫ মার্চ ২০২৫ ১৩:২৩

স্বর্ণ পাচারের অভিযোগে গ্রেফতার করা হয়েছে ভারতের কন্নড় অভিনেত্রী রান্যা রাওকে। দুবাই থেকে আটক করা হয়েছে তাকে।

ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার রাতে দুবাই থেকে বেঙ্গালুরু আসেন ওই অভিনেত্রী। আগে থেকে পাওয়া খবরের ভিত্তিতে ডিরেক্টরেট অব রেভিনিউ ইন্টেলিজেন্স-এর (ডিআরআই) আধিকারিকরা তাকে আটক করেন।

জানা গেছে, অভিনেত্রীর সঙ্গে ১৪.৮ কেজি স্বর্ণ ছিল। হাতেনাতে ধরা পড়ায় ডিআরআই অফিসে নিয়ে যাওয়া হয় তাকে। এরপরই গ্রেফতার দেখানো হয় অভিনেত্রীকে।

আগে থেকেই ডিআরআইয়ের সন্দেহের তালিকায় ছিলেন অভিনেত্রী। এর একমাত্র কারণ ঘন ঘন বিদেশ যাত্রা। গত ১৫ দিনে চারবার দুবাই যাতায়াত করেন তিনি। যার ফলে সন্দেহ আরও দৃঢ় হয়।

বলে রাখা ভালো, কন্নড় সিনেমার জনপ্রিয় মুখ রান্যা। তার একাধিক সিনেমা হয়েছে সমাদৃত।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]