34186

04/24/2025 তাহলে লিঙ্গবৈষম্য কোনোদিন দূর হবে না: ঋতুপর্ণা

তাহলে লিঙ্গবৈষম্য কোনোদিন দূর হবে না: ঋতুপর্ণা

বিনোদন ডেস্ক

৮ মার্চ ২০২৫ ১২:৩৮

আজ ৮ মার্চ নারী দিবস। এদিন নারীর অধিকার ও ক্ষমতায়ন নিয়ে সচেতন হওয়ার দিন। সোচ্চার হওয়ার দিন লিঙ্গ বৈষম্য নিয়ে। তবে টলিউড ঋতুপর্ণা মনে করছেন কিছু বিষয় না শোধরালে কোনোদিন লিঙ্গ বৈষম্য দূর হবে না।

ভারতীয় সংবাদমাধ্যমে ঋতুপর্ণা লিখেছেন, ভালবেসে তো কত মানুষই কত কিছু করেন। কিন্তু যদি আগে থেকেই দাগিয়ে দেওয়া হয় যে এটা মেয়েদেরই কাজ, কিংবা এটা ওঁদের কাজ নয়, তাহলে লিঙ্গবৈষম্য কোনও দিনই দূর হবে না। এই বৈষম্য দেখতে দেখতে দিন পেরিয়ে বছর আসে, আবার একটা একটা করে বছর পেরিয়ে যায়, শতাব্দী পেরিয়ে যায় তবু নারী-পুরুষের বৈষম্য রয়েই যায়।

আরও লিখেছেন, কিন্তু তিক্ত সত্যিটা হল, যত স্পষ্ট করেই বলা হোক না কেন, নারীদের উপর হয়ে চলা অবদমনের পুনরাবৃত্তি যেন থামতেই চায় না। তাই এই একটা দিন, আরও বেশি করে চোখে আঙুল দিয়ে সেই অন্যায়গুলোকে দেখিয়ে দেওয়ার দিন।

সবশেষে প্রশ্ন ছুড়ে অভিনেত্রী লিখেছেন, কেন প্রত্যেক বার নারী দিবসে মানুষকে সচেতন করতে হবে? কেন? ঠিক কতবার বোঝানোর পর মানুষ সচেতন হবেন? বোধোদয় কি কোনও দিনও হবে না?

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]