34209

04/25/2025 মসজিদুল হারামে একদিনে ৫ লাখ ওমরা পালনকারীর আগমন

মসজিদুল হারামে একদিনে ৫ লাখ ওমরা পালনকারীর আগমন

ধর্ম ডেস্ক

৮ মার্চ ২০২৫ ১৭:২৫

সৌদি আরবের মক্কায় অবস্থিত মসজিদুল হারামে একদিনে প্রায় ৫ লাখ ওমরা পালনকারীর আগমন ঘটেছে। যা এ যাবৎকালে একদিনে পবিত্র মসজিদটিতে আগমনকারীর সর্বোচ্চ সব রেকর্ড ভেঙ্গে দিয়েছে। এর আগে একদিনে কখনো এতো বেশি ওমরাপালনকারী মসজিদুল হারামে প্রবেশ করেনি।

সৌদি কর্তৃপক্ষ এই সাফল্যের কৃতিত্ব দিয়েছে অত্যাধুনিক এআই-চালিত ভিড় ব্যবস্থাপনা প্রযুক্তি ও রিয়েল-টাইম সেন্সর ডেটার ব্যবহারকে। যা মসজিদের গুরুত্বপূর্ণ স্থান, বিশেষ করে মাতাফ ও সাঈ-র পথকে সুশৃঙ্খলভাবে পরিচালনা করছে বলে জানা যায়।

২০২২ সাল থেকে ওমরাহ পালনকারীর সংখ্যা ৫৮% বৃদ্ধি পেয়েছে। পবিত্র স্থানগুলোর অবকাঠামো উন্নয়নে ১.৩ বিলিয়ন ডলারের ধারাবাহিক বিনিয়োগের ফল হিসেবে দেখছে সৌদি আরব।

২০২৩ সালে বার্ষিক ১ কোটি ৩৫ লাখ ওমরাহ পালনকারীর রেকর্ডের পর, ২০২৫ সালের ৬ মার্চ এক দিনে অসাধারণ এই সংখ্যা নতুন এক ইতিহাস সৃষ্টি করল। রমজান শেষে আগের সব রেকর্ড ভেঙে যাবে বলে ধারণা করছে কর্তৃপক্ষ।

রমজানের ওমরাহ নবীজির সঙ্গে হজের মতো। এজন্য সারা বিশ্ব থেকে মুসলিমরা রমজানে ওমরাহ পালনে ছুটে আসেন সৌদি আরবের মক্কায়। রমজানে ওমরাহ আদায় করা হজের সমান। এক বর্ণনা মতে, রমজানের ওমরাহ রসুলুল্লাহ (সা.)-এর সঙ্গে হজ আদায়ের সমতুল্য।

রসুলুল্লাহ (সা.) এক আনসারি নারীকে বললেন, আমাদের সঙ্গে হজ করতে তোমার বাধা কিসের? মহিলা বলল, আমাদের একটি পানি বহনকারী উট ছিল। কিন্তু তাতে অমুকের পিতা ও তার পুত্র (মহিলার স্বামী ও ছেলে) আরোহণ করে চলে গেছে। আর আমাদের জন্য রেখে গেছেন পানি বহনকারী আরেকটি উট, যা দ্বারা আমরা পানি বহন করে থাকি। নবী সা. বললেন, আচ্ছা! রমজান এলে তখন ওমরাহ করে নিও। কেননা রমজানের একটি ওমরাহ একটি হজ। (বুখারি : ১৭৮২)

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]