34266

04/24/2025 বাবা হারালেন রুনা খান

বাবা হারালেন রুনা খান

বিনোদন ডেস্ক

১০ মার্চ ২০২৫ ১১:৩০

দেশের জনপ্রিয় অভিনেত্রী রুনা খানের বাবা ফরহাদ হোসেন ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন)। রোববার দিবাগত রাতে বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন তিনি।

সোমবার (১০ মার্চ) সকালে বাবার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন রুনা খান। তিনি বলেন, আমার আব্বু চলে গেলেন.! তার আত্মার শান্তি কামনা করছি।

ব্যক্তিজীবনে (সরকারি চাকুরিজীবী ছিলেন রুনা খানের বাবা। টাংগাইল জেলার মির্জাপুরের মসদই গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। সেখানেই তার দাফন অনুষ্ঠিত হতে পারে বলে জানা গেছে।

এদিকে রুনা খানের বাবার মৃত্যুর খবরে শোকপ্রকাশ করেছেন তার সহকর্মী ও ভক্তরা। অভিনেত্রী তিন্নি লিখেছেন, আঙ্কেলের আত্মা শাস্তিতে থাকুক। অভিনেত্রী শ্রাবন্তী শোকবার্তা দিয়েছেন।

এছাড়া ভক্তরাও রুনা খানের বাবার আত্মার মাগফেরাত কামনা করেছেন।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]