34279

04/25/2025 শহীদদের পরিচয় শনাক্তে আত্মীয়দের প্রতি সিআইডির আহ্বান

শহীদদের পরিচয় শনাক্তে আত্মীয়দের প্রতি সিআইডির আহ্বান

নিজস্ব প্রতিবেদক

১০ মার্চ ২০২৫ ১৪:২২

২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে দেশের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে অংশ নিয়ে অনেক বীর মুক্তিকামী মানুষ শহীদ হন। তবে দুঃখজনকভাবে তাদের মধ্যে কিছু শহীদের পরিচয় আজও অজ্ঞাত রয়ে গেছে।

বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) জানিয়েছে, এসব শহীদের ডিএনএ নমুনা ফরেনসিক ল্যাবে সংরক্ষিত রয়েছে। আত্মীয়স্বজনের তথ্যের সঙ্গে এসব নমুনা মিলিয়ে পরিচয় নিশ্চিত করার জন্য সিআইডি একটি বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে।

সোমবার (১০ মার্চ) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিআইডি জানায়, শহীদদের নিকটতম আত্মীয়, বিশেষ করে বাবা, মা, সন্তান বা সহোদররা ডিএনএ নমুনা দিতে পারেন। নমুনা সংগ্রহ ও পরীক্ষার মাধ্যমে পরিচয় নিশ্চিত করা হলে পরিবারের সদস্যদের আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

সিআইডি জানায়, অনেক শহীদের মরদেহ শনাক্ত করা সম্ভব হয়নি, কারণ তাদের সঙ্গে কোনো পরিচয়পত্র ছিল না, কিংবা দীর্ঘসময় পর তাদের দেহাবশেষ উদ্ধার করা হয়েছিল। এখনো বেশ কিছু পরিবার তাদের প্রিয়জনের খোঁজে রয়েছেন।

সিআইডির পক্ষ থেকে বলা হয়েছে, যদি কোনো পরিবার মনে করে তাদের স্বজন ওই সময় নিখোঁজ বা শহীদ হয়েছেন, তবে তাদের নিকটাত্মীয়দের ডিএনএ নমুনা পরীক্ষার জন্য সিআইডির ফরেনসিক ল্যাবে যোগাযোগ করতে হবে।

সংশ্লিষ্টদের মালিবাগে সিআইডি সদর দপ্তরের ফরেনসিক ডিএনএ ল্যাবে যোগাযোগ করতে বলা হয়েছে।

সিআইডি জানিয়েছে, যত দ্রুত সম্ভব এ প্রক্রিয়া সম্পন্ন করার জন্য তারা কাজ করে যাচ্ছেন এবং শহীদদের পরিবার যেন যথাযথ মর্যাদা ও রাষ্ট্রীয় স্বীকৃতি পায়, সে লক্ষ্যে সব ধরনের সহযোগিতা করা হবে।

শহীদদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং তাদের পরিচয় পুনঃপ্রতিষ্ঠার এ প্রক্রিয়াকে এগিয়ে নিতে সংশ্লিষ্ট সবাইকে যথাযথ ভূমিকা পালনের আহ্বান জানানো হয়েছে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]